বৃষ্টির রেশ কাটিয়ে কবে বিদায় নেবে বর্ষা? পুজোর আগেই বড় খবর হাওয়া অফিসের

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের পুজো আর মাসখানেকও বাকি নেই। কিন্তু এই আবহেও ঝোড়ো ব্যাটিং চালু রেখেছে বৃষ্টি। এমতাবস্থায়, পুজোর দিনগুলিতেও বৃষ্টির ভূকুটি বজায় থাকবে কি না এখন এই প্রশ্নই ভিড় করেছে সকলের মনে। যদিও, হাওয়া অফিসের তরফ থেকে বড় খবর (Weather Report) সামনে এসেছে। মূলত, সোমবার থেকেই বর্ষার পিচে “শেষ ওভার” শুরু হতে চলেছে। যদিও, এই শেষ পর্যায়ে পৌঁছেও ভালোই দাপট দেখাচ্ছে বৃষ্টি।

মৌসম ভবন জানিয়েছে যে, এবার দেশে স্বাভাবিকের থেকে ৮ দিন পর বর্ষা বিদায়ের পর্ব শুরু হবে। এমতাবস্থায়, সামনের সপ্তাহ থেকেই বর্ষা বিদায়ের সূচনার সম্ভাবনা রয়েছে। তবে, রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে শুরু করলেও বৃষ্টির সতর্কতা কিন্তু জারি থাকছে। শুধু তাই নয়, হাওয়া অফিস সূত্রে এটাও জানানো হয়েছে যে, আজ উত্তরবঙ্গেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

When will the monsoon leave! Meteorological department gave big information

এদিকে সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, বঙ্গোপসাগরে আগামী মাসে অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহেই তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। আজকে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যেটি ৩০ সেপ্টেম্বর নিম্নচাপে পরিণত হবে। আর এই সিস্টেমটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোতে থাকব এবং শক্তিশালী হতে থাকবে। যদিও, শেষ পর্যন্ত তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, সেই বিষয়ে কোনো তথ্য সামনে আসেনি।

আরও পড়ুন: PPF-এর সুদ নিয়ে বিরাট খবর, সাড়ে তিন বছর পর বাড়াতে চলেছে কেন্দ্র! খুশির হাওয়া সরকারি কর্মীদের মধ্যে

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া: এদিকে, পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, রবিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামীকালও ওই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায়, মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: এবার আর্থিক বিষয়ে বিশ্ব ব্যাঙ্কের ভর্ৎসনার সম্মুখীন পাকিস্তান! সামনে এল চাঞ্চল্যকর তথ্য

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া: পাশাপাশি, রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারি বৃষ্টি হতে পারে। যার জেরে এই জেলাগুলিতে জারি থাকবে হলুদ সতর্কতা। তবে, প্রাপ্ত তথ্য অনুযায়ী জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজ জারি থাকবে কমলা সতর্কতা। কারণ ওই জেলাগুলিতে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, আগামীকাল থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতে হলুদ সতর্কতা জারি থাকবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর