বাংলাহান্ট ডেস্ক : মাসের শেষ লগ্নে এসেও ছোটপর্দায় অব্যাহত সিরিয়ালের (Serial) আসা যাওয়া। নতুন সিরিয়াল শুরুর সঙ্গে সঙ্গে বন্ধ হতে চলেছে একগুচ্ছ পুরনো ধারাবাহিকও। এক্ষেত্রে এই মুহূর্তে সবথেকে এগিয়ে রয়েছে জি বাংলা। পরপর তিনটি ধারাবাহিক শুরু হতে চলেছে এই চ্যানেলে। অন্যদিকে এখনো পর্যন্ত দুটি সিরিয়াল (Serial) বন্ধের পাকা খবর মিলেছে। তবে গুঞ্জন অব্যাহত রয়েছে আরো বেশ কয়েকটি ধারাবাহিক ঘিরে।
শুটিং শেষ দুটি সিরিয়ালের (Serial)
এই মুহূর্তে টিআরপি তালিকায় জি বাংলা এগিয়ে থাকলেও কয়েকটি ধারাবাহিক (Serial) পিছিয়ে রয়েছে নম্বরের দিক থেকে। তাই চ্যানেলের সিদ্ধান্তে বন্ধ করে দেওয়া হচ্ছে বেশ কিছু ধারাবাহিক (Serial)। ইতিমধ্যেই দুটি সিরিয়াল বন্ধের খবরে শিলমোহর পড়েছে। শেষ শুটিংও সম্পন্ন করে ফেলেছে দুটি ধারাবাহিক (Serial)।
সম্প্রতি শেষ হয়েছে শুটিং: সদ্য শেষ দিনের শুটিং হয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল (Serial) ‘নিম ফুলের মধু’র। বিগত বেশ কিছুদিন ধরেই সিরিয়ালটি শেষের গুঞ্জন শোনা যাচ্ছিল। নায়ক রুবেল দাস আগেই শুটিং শেষ করেছেন নিজের। তাঁর নতুন সিরিয়ালের (Serial) প্রোমোও সামনে এসেছে। রুবেল ছাড়ার পর থেকেই গুঞ্জন আরো তীব্র হয়ে উঠেছিল। অবশেষে ২৮ শে ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে শেষ শুটিং।
আরো পড়ুন : নায়িকা বদলেও TRP-র দেখা নেই, দর্শক টানতে নতুন মুখের এন্ট্রি এই সিরিয়ালে
কবে হবে শেষ সম্প্রচার: দীর্ঘ আড়াই বছর ধরে সম্প্রচার হওয়ার পর শেষ হল নিম ফুলের মধু। দর্শকদের সঙ্গে সঙ্গে মন খারাপ কলাকুশলীদেরও। চোখের জলে সকলে বিদায় জানিয়েছে প্রিয় ধারাবাহিককে (Serial)। শেষ দিনে খাওয়াদাওয়া করে হয়েছে সেলিব্রেশন। সেই সঙ্গে এতদিনের স্মৃতি রোমন্থন করে আবেগঘন পোস্ট করেছেন অভিনেতা অভিনেত্রীরাও।
আরো পড়ুন: টিভি শোতে গিয়েই বিপত্তি! “মার খেলেন” IIT বাবা, প্রতিবাদে থানার সামনে যা করলেন…
নিম ফুলের নায়ক সৃজন ওরফে রুবেল দাসের আসন্ন ধারাবাহিকের (Serial) প্রোমো সামনে এসেছে ইতিমধ্যেই। তবে সেই সিরিয়ালের টাইম স্লট এখনো সামনে আসেনি। যদিও শোনা যাচ্ছে, আগামী মাসেই নাকি শেষ হতে বসেছে নিম ফুলের মধু। আগামী ৯ ই মার্চ ৮৩৯ পর্বে শেষ হতে চলেছে এই সিরিয়াল।