বাংলাহান্ট ডেস্ক : জি বাংলা এবং স্টার জলসা, দুই চ্যানেলেই (Serial) এখন সাজো সাজো রব। কারণ এই দুই চ্যানেলেই খুব শিগগিরই সম্প্রচারিত হতে চলেছে অ্যাওয়ার্ড শো। জি বাংলা সোনার সংসারের পাশাপাশি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডও আসতে চলেছে খুব শীঘ্রই। দুই শোয়েরই (Serial) শুটিং সারা, প্রোমোও এসে গিয়েছে সামনে। এবার জানা গেল কবে, কোন সময়ে দেখা যাবে দুই চ্যানেলের দুই অ্যাওয়ার্ড শো।
দুই চ্যানেলেই (Serial) আসছে অ্যাওয়ার্ড শো
প্রতি বছর এই শো গুলির জন্যই অপেক্ষা করে থাকেন দর্শক সহ বিভিন্ন সিরিয়ালের (Serial) কলাকুশলীরা। টিআরপি (Serial) তাদের পারফরম্যান্সের বিচার করলেও এই শোয়ের মঞ্চেই পুরষ্কৃত করা হয় কলাকুশলীদের। উপরন্তু নাচ, গান, মজায় জমজমাট এই শো গুলি দেখার জন্যও মুখিয়ে থাকেন দর্শকরা। সেই সঙ্গে এই দুই শো ঘিরেও চড়চড়িয়ে ওঠে টিআরপি।
কারা পারফর্ম করবেন সোনার সংসারে: গত মাসেই শুটিং হয়ে গিয়েছে দুই চ্যানেলের অ্যাওয়ার্ড শোয়ের। এবারে জি বাংলার ২৫ তম বর্ষপূর্তির উদযাপন হতে চলেছে সোনার সংসারের (Serial) মঞ্চে। এবার জুটি হিসেবে পারফর্ম করবে জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ, রোহিত-ফুলকি, রায়ান-পারুল, শ্যামলী-অনিকেত আর আদিদেব-আনন্দী। এছাড়া নায়িকাদের ডুয়েট পারফরম্যান্সে থাকছে রাই, ময়না, দিতি আর জোনাকি। অন্যদিকে নায়কদের (Serial) ক্ষেত্রে একসঙ্গে নাচতে দেখা যাবে সৃজন, রোহিত, রায়ান আর অনিকেতকে।
আরো পড়ুন : নায়ক নায়িকার প্রেমে কাঁচি, রোম্যান্স জমে ওঠার আগেই TRP-র কোপে জলসার মেগা
পরিবার অ্যাওয়ার্ডে কারা পারফর্ম করবেন: অন্যদিকে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে জুটি পারফরম্যান্স দেখা যাবে গীতা স্বস্তিক, কথা এভি, আদৃত শুভলক্ষ্মীদের (Serial) মতো জনপ্রিয় জুটিদের। পাশাপাশি চোখ ধাঁধানো সিঙ্গেল পারফরম্যান্সে বাজিমাত করেছেন সুধা, ঝিল্লি দের মতো নায়িকারা। প্রোমোতে গীতার (Serial) পারফরম্যান্সের এন্ট্রি চোখ কপালে তুলেছে দর্শকদের। সঙ্গে উপস্থাপনায় পাশাপাশি দেখা মিলেছে কথা এবং এভি ওরফে সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্যের। তবে এখানেই চমকের শেষ নয়। একগুচ্ছ ধামাকা রয়েছে প্রোমোতেই (Serial)। ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, কোয়েল মল্লিক, তনুশ্রী চক্রবর্তী, নুসরত জাহান, যশ দাশগুপ্তদের দেখা মিলেছে অ্যাওয়ার্ড শোয়ের প্রোমোতে।
আরো পড়ুন : ২০২৪ এর সবথেকে “বিতর্কিত” মুখ, লম্বা গ্যাপের পর স্টার জলসার মেগায় ফিরছেন নায়িকা
জানিয়ে রাখি, এক সপ্তাহের ব্যবধানে অনুষ্ঠিত হতে চলেছে জি বাংলা (Serial) এবং স্টার জলসার অ্যাওয়ার্ড শো। আগামী আগামী ১৬ ই মার্চ সম্প্রচারিত হতে চলেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড। অন্যদিকে তার এক সপ্তাহ পরেই ২৩ শে মার্চ টেলিকাস্ট হবে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড শো।