বাংলাহান্ট ডেস্কঃ সকালে উঠে প্রতিটি মানুষই চিন্তা করেন, আজকের দিনটা তাঁর কেমন যাবে? সেক্ষেত্রে অনেকেই পিতা মাতা, প্রিয়জন কিংবা আরাধ্য দেবতার মুখ দেখে তাঁর নতুন দিন শুরু করেন। তবে শাস্ত্র বলছে জীবনে ভালো ফল পেতে সকালে উঠেই দর্শন করুন সূর্যদেবের (surya deb)।
সনাতন ধর্মমতে, প্রতিদিন সকালে উঠে সূর্যদেবের দর্শন করলে, দিন ভালো কাটে। যে ব্যক্তি প্রতিদিন সকালে উঠে সূর্যদেবকে স্মরণ করেন, তাঁর আরাধনা করেন, তা দিন সর্বদা ভালো ভাবে সম্পন্ন হয়।
সূর্যেদেবকে স্মরণ করার মধ্যে দিয়ে জীবনে সাফল্য আসবে।
বাড়ির পূর্বদিকের দেওয়ালে সাত ঘোড়ার রথে সওয়ার সূর্যদেবের ছবি লাগিয়ে ঘুম থেকেই উঠেই প্রথমে সূর্যদেবকে দর্শন করুন। হাত জোর করে প্রণাম করুন সূর্যদেবকে।
অর্ঘ্য দানের পর সূর্য মন্ত্র জপ করুন। সংসারের সমস্যার পাশাপাশি কর্মক্ষেত্রের সমস্যাও দূর হবে।
সকালে উঠে তামার পাত্রে জল ভরে লাল ফুল, লাল চন্দন ও চাল মিশিয়ে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবের উদ্দেশে অর্ঘ্য দান করুন।