‘তৃণমূল প্রার্থী দেখলেই, তাঁদের তাড়া করুন’, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই বেলাগাম বিজেপি বিধায়ক

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ত্রিপুরায় (tripura) বিজেপি- তৃণমূল তর্জা ততই বেড়ে চলেছে। একদিকে পায়ের তলার জমি শক্ত করতে চাইছে তৃণমূল, অন্যদিকে নিজেদের জায়গা একচুলও ছাড়তে নারাজ বিজেপি বাহিনীও। এরই মধ্যে বিভিন্ন দিকে চলছে একে অপরকে মৌখিক কটাক্ষ আক্রমণের লড়াই।

এই মৌখিক কটাক্ষ আক্রমণের মাঝেই শনিবার বেলাগাম হলেন ত্রিপুরার বিজেপি বিধায়ক সুরজিৎ দত্ত। খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উপস্থিতিতেই, তৃণমূলকে রুখে দেওয়ার এক নিদান দিলেন বিজেপ বিধায়ক। তাঁর কথায়, ‘তৃণমূল প্রার্থী দেখলেই, তাঁদের তাড়া করুন’।

UzE8jjcE

শনিবার দিন দলেরই এক সভায় তৃণমূলের বিরুদ্ধে নিজের দলের কর্মী সমর্থকদের সজাগ থাকার পরামর্শ দিয়ে বিধায়ক সুরজিৎ দত্ত বলেন, ‘কোনভাবেই জমি ছেড়ে দেওয়া যাবে না তৃণমূলকে। কাউকেও কোনভাবে রেয়াত করা যাবে না। এখানে আমাদেরকেই রাজত্ব করতে হবে। তোমাদের জন্যই কাজ করি আমি। তোমাদেরকেও এগিয়ে এসে লিড দিতে হবে। ভোটবাক্স ভরাতে হবে হাজার হাজার ভোট দিয়ে’।

এরপর তিনি আরও বলেন, ‘কাউকেই ছেড়ে দেওয়া যাবে না। কোনও কার্সি নয়, কোনও মার্সি নয়- যেখানেই তৃণমূল প্রার্থীদের দেখবেন, সেখানেই তাঁদের তাড়া করবেন’।

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই তাঁর সামনে বিধায়কের এমন বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল বাহিনী। আর এই বিষয়কেই হাতিয়ার করে যুদ্ধের ময়দানে নামতে চাইছে মমতা বাহিনী। পূর্বেই তাঁরা ঘোষণা করে দিয়েছে আসন্ন নির্বাচনে এবার ত্রিপুরায় অংশ নিচ্ছে তৃণমূলও। বাংলার ক্ষমতায় আসার পর ত্রিপুরা এবং গোয়ার মধ্য দিয়েই দিল্লী জয়ের পথ তৈরি করছে তৃণমূল শিবির।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর