কোথায় আছেন আইপিএস রাজীব কুমার? তথ্য ফাঁস করলেন মুকুল রায়

বাংলা হান্ট ডেস্ক : টানা চার দিন ধরে কার্যত অন্তরালে চলে গিয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল রাজীব কুমার৷ তিনি ছুটিতে আছেন হাজিরা দিতে পারবেন না তাই এক মাস সময় চেয়েছেন৷ কিন্তু তিনি ছুটিতে কোথায় আছে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে ঘাম ঝরাতে হচ্ছে সিবিআই আধিকারিকদের৷ এদিকে নবান্ন সূত্রে জানা গিয়েছে তিনি কোথায় আছেন তা জানে না৷ কিছুতেই সিবিআই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছে না বলেই জানা গিয়েছে৷ এমন কি রাজীবের খোঁজ পেতে রবিবার রাজ্যের প্রশাসনিক ভবনে চিঠিও দিয়ে এসেছে সিবিআই প্রতিনিধিরা৷ কিন্তু এর মধ্যে রাজীব কুমার প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি নেতা মুকুল রায়৷37d7ada3 5ae8 4c0a bd91 2484757d2d44

রাজীবকে কড়া ভাষায় তোপ দেগে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা মুকুল৷ তিনি জানিয়েছেন রাজীব কুমার নাকি এই রাজ্যেই রয়েছেন৷ যেহেতু কোনও আইপিএস রাজ্যের বাইরে গেলে প্রশাসনিক দফতরের তা জানা উচিত৷ তা ই সেই ধারণার উপরে ভিত্তি করে মুকুল রায় যুক্তি রেখেছেন রাজীব কুমার বাইরে গেলে তার জন্য রাজ্য সরকার থেকে অনুমতি নিতে হত কিন্তু রাজ্য সরকার যেহেতু এখনও অবধি বিষয়টি নিয়ে কিছু জানাননি, বললেন মুকুল রায়৷

একই সঙ্গে প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমারকে বিঁধে  মুকুল রায় জানিয়েছেন তিনি বেশি দিন লুকিয়ে থাকতে পারবেন না, এমন কি সিবিআই আধিকারিকরা ঠিক তাঁকে খুঁজে বের করবে বলেও আশাবাদী তিনি৷ পাশাপাশি এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষতে ছাড়েননি তিনি৷ একই সঙ্গে রাজীব কুমারের ওপর নজরদারি চালানোর জন্য সিবিআই এর মুখ্যমন্ত্রীর ওপর নজরদারি চালানো উচিত বলে মনে করছেন মুকুল রায়৷

সম্পর্কিত খবর