এই জায়গাগুলিতেই সর্বক্ষণ আনাগোনা করে সেলেবরা, কোন সিরিয়ালের কোথায় হয় শুটিং?

বাংলাহান্ট ডেস্ক : গ্ল্যামার জগতের প্রতি একটা স্বাভাবিক টান থাকে সকলেরই। প্রিয় সিরিয়ালের (Serial) অভিনেতা অভিনেত্রী, নায়ক নায়িকাকে একটি বার সামনে থেকে দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। প্রতিদিন যাঁদের পর্দায় বিভিন্ন চরিত্রে দেখা যায়, বাস্তবে তাঁরা ঠিক কেমন, অভিনীত চরিত্রগুলি থেকে কতটা আলাদা তা জানার জন্য আগ্রহ থাকে কমবেশি সকলেরই।

এখানেই আনাগোনা থাকে সিরিয়ালের (Serial) অভিনেতা অভিনেত্রীদের

কিন্তু প্রিয় নায়ক নায়িকাদের সামনে থেকে দেখব বললেই তো দেখা যায় না। তাঁদের বাড়ির ঠিকানা আর জানে কটা মানুষ! উপরন্তু সটান বাড়িতে গিয়ে উপস্থিত হওয়াও উচিত নয় মোটেই। তবে এমন কিছু জায়গা রয়েছে যেখানে সর্বক্ষণই আনাগোনা লেগে থাকে সেলেবদের। এই জায়গাগুলি হল স্টুডিও। বিভিন্ন সিরিয়ালের (Serial) বিভিন্ন স্টুডিওতে শুটিং হয়। এই জায়গাগুলিতে গেলেই দিনের যেকোনো সময় দেখা পেতে পারেন প্রিয় নায়ক নায়িকার। কোন সিরিয়ালের কোথায় হয় শুটিং? জেনে নিন এই প্রতিবেদনে-

আরো পড়ুন : ‘যেমন দেখায় আসলে তেমন নয়’, ‘অনুপমা’ রূপালির বিরুদ্ধে বিষ্ফোরক সৎ মেয়ে! দিলেন ভয়ঙ্কর ইঙ্গিত!

কোথায় রয়েছে কোন স্টুডিও

টলিপাড়ায় রয়েছে বেশ কিছু জনপ্রিয় স্টুডিও। টালিগঞ্জ এলাকাতেই রয়েছে বেশ কিছু স্টুডিও। সেখানে শুটিং হয় বাংলা টেলিভিশনের বেশ কিছু নামীদামী সিরিয়ালের (Serial)। বর্তমানে টিআরপি তালিকায় প্রথম স্থানে জ্বলজ্বল করছে ‘নিম ফুলের মধু’। বহুল জনপ্রিয় এই সিরিয়ালের শুটিং হয় ইন্দ্রপুরী স্টুডিওতে। টালিগঞ্জ মেট্রো স্টেশনের খুব কাছেই রয়েছে এই স্টুডিও। জি বাংলার আরো এক টিআরপি টপার সিরিয়াল ‘ফুলকি’। এই সিরিয়ালের (Serial) শুটিং হয় ভারতলক্ষ্মী স্টুডিওতে। ওখানেই শুটিং হয় তেঁতুল পাতা এবং পুবের ময়না সিরিয়ালেরও।

আরো পড়ুন : বাবার স্বপ্নপূরণ করতেই অভিনয়ে, ভবিষ্যতে কী হওয়ার ইচ্ছা ছিল অভিষেক-কন্যা সাইনার?

টালিগঞ্জ এলাকায় রয়েছে বেশ কিছু স্টুডিও

টালিগঞ্জ মেট্রো স্টেশনের খুব কাছে ইন্দ্রপুরীর পরেই রয়েছে টেকনিশিয়ান স্টুডিও। এখানে শুটিং হয় ডায়মন্ড দিদি জিন্দাবাদ সিরিয়ালের (Serial)। হরগৌরী পাইস হোটেল, আনন্দী সিরিয়ালের শুটিং হয় এনটিওয়ান স্টুডিওতে। এটি টেকনিশিয়ান স্টুডিওর কাছেই অবস্থিত। দাসানি ওয়ান স্টুডিও কুদঘাট নেতাজি মেট্রো স্টেশনের কাছে। এখানে শুটিং হয় কোন গোপনে মন ভেসেছে, উড়ান সিরিয়ালের। দাসানি টু স্টুডিও টেলিপাড়ায় বেশ জনপ্রিয়। মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে নেমে তারপর বালক সংঘে গেলেই এই স্টুডিও তার কাছেই অবস্থিত। এখানে শুটিং হয় গীতা LLB, অমরসঙ্গী সিরিয়ালের (Serial)।

Serial

‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের শুটিং হয় পার্পল মুভি টাউন স্টুডিওতে। টালিগঞ্জ মেট্রো স্টেশনে নেমে কবরডাঙ্গায় যাওয়ার পর যেতে হবে ও এন জি সি মোড়ে। সেখান থেকে ম্যাজিক কারে পার্পল মুভি টাউন। মালা বদল, দুই শালিক সিরিয়ালের শুটিং হয় ম্যাকনীল স্টুডিওতে। প্রথমে টালিগঞ্জ মেট্রোয় নেমে কবরডাঙ্গায় গিয়ে ঠাকুরপুকুর ৩ এ তে নেমে স্বামীনারায়ণ মন্দিরের আগে এই স্টুডিও। রুবি হাসপাতালের পাশে নাজিরাবাদে কালার ফিউশন স্টুডিওতে হয় মিঠিঝোরা এবং চিনির শুটিং। ঠাকুরপুকুর এর কাছে হাঁস পুকুরের দিকে চিত্রায়ন স্টুডিওতে হয় কথার শুটিং।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর