বাংলাহান্ট ডেস্ক : বলিউডের সঙ্গে আন্ডার ওয়ার্ল্ডের ওতপ্রোত যোগ। ফিল্ম ইন্ডাস্ট্রি যতটাই ঝাঁ চকচকে, এই গোপন জগৎ ততটাই অন্ধকার। অপরাধ জগতের সর্বেসর্বাদের বহুল ওঠাবসা থাকে বলিউডে অন্দরে। এমনকি বেশ কয়েকজন অভিনেত্রী গ্যাংস্টারদের (Gangster) প্রেমে পড়ে বলিউড থেকে দূরত্বও বাড়িয়েছেন। এখন পরিস্থিতির অনেকটা বদল হলেও গ্যাংস্টারদের শুধু নামটাই বদলেছে, বলিউড এখনো তাঁদের কাছে স্বর্গরাজ্য।
বলিউডের গ্যাংস্টার (Gangster) যোগ
বলিউডের সঙ্গে কয়েকজন গ্যাংস্টারের (Gangster) নাম চিরতরে জুড়ে গিয়েছে। এমনকি এদের মধ্যে কয়েকজনকে নিয়ে তৈরি হয়েছে ছবিও। দাউদ ইব্রাহিম থেকে বর্তমানের লরেন্স বিষ্ণোই, বারে বারে ইন্ডাস্ট্রির সঙ্গে নাম জড়িয়েছে আন্ডারওয়ার্ল্ড ডন দের। এই প্রতিবেদনে রইল এমনি কয়েকজন কুখ্যাত গ্যাংস্টারদের (Gangster) অজানা কাহিনি।
আরো পড়ুন : মুখ ফিরিয়েছিল সবাই, বলিউডে ‘একঘরে’ মিঠুনের জন্য এগিয়ে আসেন এই নায়িকা! ইনি কিন্তু শ্রীদেবী নন
দাউদ ইব্রাহিম– আন্ডারওয়ার্ল্ড এর কুখ্যাত ডনদের মধ্যে প্রথমেই যাঁর নাম আসবে তিনি দাউদ ইব্রাহিম। আন্তর্জাতিক মহলে সুপরিচিত দাউদ ইব্রাহিমের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক ভয়ঙ্কর অপরাধ। ১৯৯৩ সালে মুম্বই হামলাতেও তাঁর যোগ ছিল বলে জানা যায়। মাদক পাচার এবং জুলুমবাজির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, বর্তমানে পাকিস্তানে রয়েছেন দাউদ ইব্রাহিম।
আরো পড়ুন : সেনা পরিবারের মেয়ে, প্রাক্তন ক্রিকেটারের প্রেমিকাই হবু বচ্চন বধূ! কে এই নিমরত?
ছোটা রাজন– মুম্বইয়ের অন্যতম কুখ্যাত ডন ছোটা রাজন। রাজেন্দ্র সদাশিব নিকলজে ওরফে ছোটা রাজনের বিরুদ্ধে রয়েছে জুলুমবাজি, মাদক পাচার, একাধিক খুনের মতো ভয়ঙ্কর অভিযোগ। বর্তমানে তিহার জেলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন তিনি।
লরেন্স বিষ্ণোই– সলমন খানকে খুনের হুমকি দিয়ে বর্তমানে সবথেকে চর্চায় রয়েছেন গ্যাংস্টার (Gangster) লরেন্স বিষ্ণোই। জুলুমবাজি থেকে সিধু মুসেওয়ালা, বাবা সিদ্দিকীদের মতো খুনের সুপারির মতো শিহরণ জাগানো অপরাধের হোতা লরেন্স বিষ্ণোই। তাঁর অন্যতম শক্তি হল, জেলের মধ্যে থেকেও বাইরে অপরাধ চক্র সচল রাখতে পারেন তিনি।
অরুণ গাওলি– গ্যাংস্টার (Gangster) থেকে রাজনীতিবিদ, অরুণ গাওলির জীবনকাহিনি কোনো সিনেমার থেকে কম নয়। বর্তমানে অবশ্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে জেলে রয়েছেন তিনি।
করিম লালা– সাধারণ শ্রমিক থেকে আন্ডারওয়ার্ল্ডের সর্বেসর্বা হয়ে উঠেছিলেন করিম লালা। জুয়া, সুপারি খুন থেকে শুরু করে একাধিক অপরাধের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। ২০০২ সালে মৃত্যু হয় তাঁর।
আবু সালেম– বলিউডের সঙ্গে বিশেষ যোগ ছিল তাঁর। একাধিক অপরাধের সঙ্গে ১৯৯৩ এর মুম্বই হামলাতেও জড়িয়েছিল তাঁর নাম। বর্তমানে তালোজা জেলে রয়েছেন তিনি।