১৫ হাজার কোটি টাকার চোখ ধাঁধানো বাড়ি, অ্যান্টিলিয়া তৈরি হওয়ার আগে কোথায় থাকতেন মুকেশ অম্বানির পরিবার?

বাংলাহান্ট ডেস্ক : একাধিক রিপোর্ট অনুযায়ী, ভারতের সবথেকে ধনী ব্যক্তি মুকেশ অম্বানি (Mukesh Ambani)। চলতি বছরে কয়েক মাস ব্যাপী চোখ ধাঁধানো অনুষ্ঠান করে ছোট ছেলে অনন্ত অম্বানির বিয়ে দিয়ে নতুন করে চর্চায় উঠে এসেছেন তিনি। অনন্তের বিয়ে উপলক্ষে রাজনৈতিক, বিনোদন, ক্রীড়া সমস্ত জগৎ থেকেই বিশ্বের তাবড় নামী তারকাদের এক ছাদের তলায় নিয়ে এসেছিলেন মুকেশ (Mukesh Ambani)। আর একই সঙ্গে আবারো লাইমলাইটে উঠে এসেছিল অম্বানি পরিবারের বাসস্থান অ্যান্টিলিয়া।

অবাক করে মুকেশ অম্বানির (Mukesh Ambani) অ্যান্টিলিয়া

বিয়ের অনুষ্ঠান জিও ওয়ার্ল্ড সেন্টারে হলেও এই উপলক্ষে আলোর মালায় সেজে উঠেছিল অ্যান্টিলিয়া। মুম্বই শহরের কেন্দ্রে এই ২৭ তলা বিল্ডিংটি সকলের মনেই আগ্রহ জাগায়। শোনা যায়, মোট ৪ লক্ষ স্কোয়ার ফিট জায়গা জুড়ে তৈরি হয়েছে অ্যান্টিলিয়া আর প্রায় ১৭৩ মিটার লম্বা এই বিল্ডিং।

Where did Mukesh ambani family live before antilia

কত কোটি টাকা দিয়ে তৈরি: পার্কিনস অ্যান্ড উইল এবং হির্সচ বেডনার অ্যাসোসিয়েটস নামে দুই মার্কিন সংস্থা তৈরি করে অ্যান্টিলিয়ার ডিজাইন। ২০০৮ সাল থেকে কাজ শুরু হয়ে ২০১০ এ সম্পূর্ণ হয় বিল্ডিংয়ের নির্মাণ। রিপোর্ট অনুযায়ী, এই সম্পূর্ণ বিল্ডিং নির্মাণে খরচ হয়েছিল প্রায় ১৫,০০০ কোটি টাকা। অ্যান্টিলিয়া তৈরি হওয়ার পরেই সপরিবারে এখানে থাকতে শুরু করেন মুকেশ অম্বানি (Mukesh Ambani)।

আরো পড়ুন : বয়স মোটে ২৩, কেরিয়ার শুরু না করেই প্রায় ৪ হাজার কোটির সম্পত্তির মালকিন! জনপ্রিয় অভিনেত্রীর মেয়ে, যুবতীকে চেনেন?

কী কী রয়েছে অ্যান্টিলিয়ার ভেতরে: শোনা যায়, অ্যান্টিলিয়াতে রয়েছে তিনটি হেলিপ্যাড, নয়টি হাই স্পিড এলিভেটর, বহুতল পার্কিং এবং কর্মচারীদের থাকার জন্য ভিন্ন স্যুট। জানলে অবাক হবেন, মোট ২৭ তলা নিয়ে বিল্ডিং তৈরি হলেও অম্বানিরা (Mukesh Ambani) থাকেন একেবারে ২৭ তম ফ্লোরে। এর কারণ হিসেবে জানা যায়, নীতা অম্বানি নাকি চেয়েছিলেন প্রত্যেকটি ঘর যাতে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক এবং খোলা হাওয়া পায়। ২৭ তম ফ্লোর থেকে স্পষ্ট দেখা যায় মুম্বইয়ের স্কাইলাইন এবং আরব সাগরের অপূর্ব দৃশ্য।

আরো পড়ুন : হতে চেয়েছিলেন শেফ, একটি গানই বদলে দেয় জীবন, এখন বলিউড কাঁপিয়ে হলিউডও মাত করছেন এই অভিনেতা!

তবে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, অ্যান্টিলিয়া তো তৈরি হয়েছে এই ২০১০ সালে। তার আগে তবে কোথায় থাকতেন মুকেশ অম্বানির (Mukesh Ambani) পরিবার? জানিয়ে রাখি, এর আগে মুকেশ অম্বানিরা যেখানে থাকতেন সেই বিল্ডিংও কিন্তু অ্যান্টিলিয়ার থেকে কম কিছু নয়। আগে মুম্বইয়ের দক্ষিণে কোলাবার সি উইন্ড কাফ প্যারেড এলাকায় একটি ১৪ তলা বিল্ডিংয়ে থাকতেন মুকেশ অম্বানির পরিবার। এই বিল্ডিং এতটাই বড় ছিল যে পরিবারের প্রত্যেক সদস্যের জন্য বরাদ্দ ছিল একটি করে ফ্লোর। উল্লেখ্য, এটাই অম্বানিদের পারিবারিক বাসস্থান। এখানে এখনো তাঁর ভাই অনিল অম্বানি থাকেন। তবে অ্যান্টিলিয়া তৈরি হওয়ার পর ২০১১ সালে পরিবার নিয়ে সেখানে শিফট হয়ে যান মুকেশ অম্বানি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর