বাংলাহান্ট ডেস্ক : বাংলা ছবির মহানায়িকা বলতে একজনের কথাই মাথায় আসে, তিনি সুচিত্রা সেন (Suchitra Sen)। বর্তমানে যতই মহানায়ক বা মহানায়িকা সম্মান প্রদান করা হোক না কেন, বাঙালির চিরকালীন মহানায়িকা একজনই ছিলেন আর একজনই থাকবেন। বাংলা ছবির স্বর্ণযুগকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সুচিত্রা সেন (Suchitra Sen)। তাঁর তুলনা তিনি নিজেই। তবে চলচ্চিত্র জীবন তা যতটা উজ্জ্বল ছিল, ব্যক্তিগত জীবনে ততটাই অন্ধকার ছিল সুচিত্রা সেনের (Suchitra Sen)।
বাংলার চিরকালীন মহানায়িকা সুচিত্রা সেন (Suchitra Sen)
নামী শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রমা দাশগুপ্ত। বিয়ের পর নাম পরিবর্তন করে সুচিত্রা (Suchitra Sen) হয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁকে খ্যাতির চূড়ায় তুলেছিল। সুচিত্রা সেনের (Suchitra Sen) ক্যারিশ্মায় মুগ্ধ ছিলেন আপামর বাঙালি। উপরন্তু উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন সুচিত্রা সেন (Suchitra Sen)।
আরো পড়ুন : বাবার নাম ভাঙিয়ে অভিনয় নয়, চমকে দেবে চিরঞ্জিত কন্যার আসল পরিচয়!
ব্যক্তিগত জীবন কাটেনি সুখে
তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর যতটা দাপট ছিল, ব্যক্তিগত জীবনে বিষয়টা অন্য রকম ছিল। শোনা যায়, সুচিত্রা সেনের (Suchitra Sen) স্বামী তাঁর উপরে কর্তৃত্ব ফলানোর চেষ্টা করতেন। ফলত সিনেমা জগত এবং মেয়ে মুনমুনকে নিয়েই নিজস্ব একটি জগৎ গড়ে তুলেছিলেন মহানায়িকা। কিন্তু তাঁর সেই জগতেও আলোড়ন সৃষ্টি হয় উত্তম কুমারের প্রয়াণের পর।
আরো পড়ুন : ভিসা জটিলতা অব্যাহত, বাংলাদেশ সফরে নিষেধাজ্ঞা! কপাল পুড়ল ঋতুপর্ণা-স্বস্তিকা সহ ২ নায়িকার
উত্তম কুমারের মৃত্যুই বদলে দেয় জীবন
উত্তম কুমারের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল সুচিত্রা সেনকে (Suchitra Sen)। ওই ঘটনার পর বাংলা ছবির জগৎ থেকে ধীরে ধীরে দূরত্ব বাড়াতে শুরু করেন তিনি। শোনা যায়, উত্তম কুমারের সঙ্গে তাঁর জুটি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে সে সময়ে নতুন পরিচালকদের সঙ্গেও কাজ করতে তেমন ইচ্ছুক ছিলেন না সুচিত্রা সেন (Suchitra Sen)। পরিবর্তে অভিনয় জগৎ থেকে দূরত্ব বাড়িয়ে আধ্যাত্মিক জগতে মন দেন তিনি।
বরাবর ঈশ্বর বিশ্বাসী ছিলেন সুচিত্রা সেন (Suchitra Sen)। নিয়মিত নাকি পুজো অর্চনাও করতেন তিনি। ছিলেন রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত। শোনা যায়, মিশনেরই এক সন্ন্যাসী তাঁকে পরামর্শ দিয়েছিলেন অর্থের লোভ না করার। সে কথাই মেনে পাকাপাকিভাবে অভিনয় থেকে অবসর নেন সুচিত্রা সেন। এমনকি একসময় নাকি কিছু শারীরিক সমস্যার কারণে রামকৃষ্ণ মিশনেই একটি ঘর নিয়ে থাকতে শুরু করেন তিনি। শেষ জীবনটা সমস্ত লাইমলাইট থেকে দূরে, লোকচক্ষুর আড়ালে ঈশ্বরের আরাধনা করেই কাটিয়েছিলেন সুচিত্রা সেন। তবে শোনা যায়, মাঝেমধ্যে নাকি নাতনিদের সঙ্গে বাইরে বেরোতেন তিনি। মিশে থাকতেন সাধারণ মানুষের ভিড়ে। কিন্তু চেনা যেত না মহানায়িকাকে।