কলকাতার এই স্কুলে পড়ে রাজ-পুত্র ইউভান, মাসে মাসে ফি কত পড়ে জানেন?

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের মতো টলিউডেও রয়েছে তারকা সন্তানদের রমরমা। আর এক্ষেত্রে সবথেকে বেশি জনপ্রিয় নিঃসন্দেহে ইউভান (Yuvaan)। পরিচালক অভিনেত্রী জুটি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বড় ছেলে ইউভান। সবে মাত্র বছর চারেক বয়স তাঁর। এর মধ্যেই জনপ্রিয়তায় বাবা মাকেও টেক্কা দিচ্ছে খুদে। সোশ্যাল মিডিয়ায় ইউভানের (Yuvaan) ফ্যান ফলোয়িং দেখার মতো।

জনপ্রিয়তার শীর্ষে ইউভান (Yuvaan)

করোনা কালে শুভশ্রীর কোল জুড়ে আসে ইউভান। জন্মের পরপরই হাসপাতাল থেকে ছেলের ছবি শেয়ার করেছিলেন রাজ। তারপর থেকে এই চার বছরের সময়ের নানান মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাজ শুভশ্রী। বর্তমানে ইউভানের (Yuvaan) চার বছর বয়স। এখন থেকেই মহিলা মহলে তার খ্যাতি দেখার মতো।

yuvaan

কোন স্কুলে পড়ে খুদে: সম্প্রতি ইউভানের (Yuvaan) স্কুলে অনুষ্ঠিত হয়েছিল স্পোর্টস ডে। অংশগ্রহণ করে মেডেলও জিতেছে ছোট্ট ইউভান। তবে তার জনপ্রিয়তা দেখা গেল শুভশ্রীর বান্ধবী পৌলমীর শেয়ার করা ছবিতে। গলায় মেডেল ঝুলিয়ে দাঁড়িয়ে আছে ইউভান (Yuvaan)। তার চারপাশে ঘিরে রয়েছে বান্ধবীরা। কিন্তু রাজ পুত্র কোন স্কুলে পড়ে তা কি জানেন?

আরো পড়ুন: প্রকাশ্যেই গোপন প্রেমের স্বীকৃতি! একটি সাক্ষর বিতর্কের ঝড় তুলেছিল উত্তম-সুচিত্রার পরিবারে

কত করে ফি দিতে হয়: জানা গিয়েছে, কলকাতার নাম করা দ্য হেরিটেজ স্কুলে পড়ে ইউভান (Yuvaan)। প্লে স্কুলের পর এই স্কুলেই ভর্তি হয়েছে সে। এটি একটি ডে বোর্ডিং স্কুল। একাধিক তারকা সন্তানরা পড়ে এই স্কুলে। এই স্কুলেই পড়ুয়াদের দেওয়া হয়ে থাকে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং স্ন্যাকস। তবে স্কুলে পড়ানোর খরচটা শুনলে চোখ কপালে উঠতেই পারে।

আরো পড়ুন: আরিয়ানের ডেবিউ থেকে ফ্যামিলি ম্যানের তৃতীয় সিজন, একগুচ্ছ ওয়েব সিরিজ আসছে ২০২৫-এ

স্কুলের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রি নার্সারি, নার্সারি এবং কেজিতে ভর্তি করানোর জন্য ফি দিতে হয় ৩ লক্ষ টাকার সামান্য বেশি। এরপর থেকে তিন মাস পর্যন্ত অন্তর ফি দিতে হয়, যা ৫০,০০০ টাকার কিছু বেশি। এর মধ্যেই ধরা থাকে টিউশন ফি, খাবার খরচ এবং স্কুল বাসের ভাড়া। বাড়িতেও মাঝে মাঝে ছেলেকে খেলার ছলে পড়াতে দেখা যায় শুভশ্রীকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর