‘এখানে ঐতিহ্যবাহী হিন্দু কোথায়?’, রাহুলের ভারত জোড়ো যাত্রার ছবি পোস্ট করে কটাক্ষ বিবেক অগ্নিহোত্রির!

বাংলাহান্ট ডেস্ক : আবারও সংবাদের শিরোনামে ‘দা কাশ্মীর ফাইলসের’ (The Kashmir Files) নির্মাতা বিবেক অগ্নিহোত্রি। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra)একটি ছবি এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই ছবির নিচে লেখেন এখানে ‘এখানে ঐতিহ্যবাহী হিন্দু কোথায়?’ এরপরই শুরু তীব্র বিতর্ক।

কী রয়েছে ওই ছবিতে? চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রির শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, রাহুল গান্ধী হাঁটছেন ভারত জোড়ো যাত্রায়। রাহুলের ডান হাত ধরে হাঁটছেন একজন মুসলিম ব্যক্তি। বাম হাত ধরে রয়েছেন একজন শিখ। মুসলিম ব্যক্তির ডান দিকে রয়েছেন একজন খ্রিস্টান ব্যক্তি। এখানেই বিবেক প্রশ্ন তোলেন ছবিতে সব ধর্ম থাকলেও ঐতিহ্যবাহী হিন্দু কোথায়? অনেকেই জবাব দেন, হিন্দু তো রাহুল নিজেই। তাঁদের ভুল সংশোধন করিয়ে দেন বিবেক নিজেই। তিনি বলেন, তাঁর প্রশ্ন ছিল ঐতিহ্যবাহী হিন্দু কোথায়? কারণ এই ছবিতে মুসলিম, খ্রিস্টান, শিখ সবাই নিজেদের ধর্মের ইতিহ্যের পোশাক পরেছেন। কিন্তু রাহুল তো রয়েছেন জিন্স এবং টিশার্টে। তাহলে এখানে ঐতিহ্যবাহী হিন্দু পোশাক পরে কেউ নেই বলেই দাবি রাহুলের।

   

ছবিতে দেখা যাচ্ছে, যে ব্যক্তি ডান হাত ধরে হাঁটছেন তাঁর লম্বা দাড়ি এবং মাথায় মৌলভি টুপি রয়েছে। এটা মুসলিমদের পোশাক। ওই মুসলিম ব্যক্তির ডান দিকে রয়েছেন সাদা পোশাক পরা এক ব্যক্তি। গলা থেকে ঝুলছে তাঁর লম্বা ক্রশ। বোঝা যাচ্ছে তিনি খ্রিস্ট ধর্মের প্রতিনিধিত্ব করছেন। রাহুলের বাঁদিকে রয়েছেন অপর এক ব্যক্তি। তাঁর পরনে কুর্তা-পাজামা, আর মাথায় পাগড়ি৷ এটা পরিস্কার যে তিনি শিখ সম্প্রদায়ের। কিন্তু এই ছবিতে হিন্দুদের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত কেউ নেই। এই ছবিকে ঘিরেই ঘনাচ্ছে বিতর্কের মেঘ।

এদিকে, কংগ্রেস সূত্রের খবর, দলের পুনরুজ্জীবনে মন দিতে পরামর্শ দিয়েছেন রাহুল। সেই কাজে সমস্যা কোথায় কোথায়, সে সব শুনেছেন। ‘ভারত জোড়ো যাত্রা’ হয়ে গেলে দলকে উজ্জীবিত করতে বাংলায় আসার আশ্বাসও দিয়েছেন। সৌরভের কথায়, ‘লোকসভা ভোট যত কাছে আসবে, তৃণমূল নেত্রী সনিয়া গান্ধী-রাহুল গান্ধীদের সঙ্গে দেখা করবেন। সৌজন্যের খাতিরে দেখা করলেও এই পরিস্থিতিতে তৃণমূলের সঙ্গে জোট যেন না হয়, সেই আর্জি জানিয়েছি রাহুলজি’র কাছে।’ আর এই আলোচনায় বাম প্রসঙ্গে রাহুলের মত, মতাদর্শের কারণেই বামেরা হারিয়ে যাবে না। তবে মতাদর্শের সঙ্গে সময়োপযোগী বিষয়ের মিশ্রণ ঘটিয়ে এগোতে হবে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর