বাংলাহান্ট ডেস্ক: ফেম গুরুকুল (Fame Gurukul), গানের রিয়েলিটি শোটি আজ জনপ্রিয় একজন মানুষের জন্য। তিনি অরিজিৎ সিং (Arijit Singh)। তরুণ অরিজিৎ আরো অনেক প্রতিভাবান প্রতিযোগীদের মতোই অংশ নিয়েছিলেন ওই শোতে। গানের জগতে একটা পরিচিতি তৈরি করার স্বপ্ন ছিল তাঁর। তবে এই ফেম গুরুকুল কিন্তু মঞ্চ তৈরি করে দিয়েছিল আরো এক প্রতিভাকে। কিন্তু মঞ্চের সদ্ব্যবহার তিনি করতে পারেননি। তিনি রেক্স ডিসুজা (Rex Dsouza)।
নামটা অপরিচিত লাগাটাই স্বাভাবিক। জানিয়ে রাখি, ইনিও ছিলেন ফেম গুরুকুলের অন্যতম প্রতিযোগী এবং যথেষ্ট জনপ্রিয় প্রতিযোগী। অরিজিৎকে সে সময়ে হেলায় হারিয়ে শোয়ের ফিনালেতে পৌঁছে গিয়েছিলেন রেক্স। ভাল গেয়েও মাঝপথেই শো থেকে বাদ হয়ে যান জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ।
ফিনালেতে পৌঁছেছিলেন কাজি তৌকির, রূপরেখা বন্দ্যোপাধ্যায় এবং রেক্স ডিসুজা। যুগ্ম বিজেতা ঘোষণা করা হয়েছিল কাজি এবং রূপরেখাকে। রেক্স হয়েছিলেন দ্বিতীয়। কিন্তু ফেম গুরুকুল থেকে বেরিয়ে তেমন কিছুই করে উঠতে পারেননি তিনি। কয়েকটি আঞ্চলিক ভাষার ছবিতে গান গাওয়া ছাড়া আর কোনো সাফল্য আসেনি তাঁর ঝুলিতে।
দেশ বিদেশে কিছু কিছু শো তিনি করেন বটে, কিন্তু লাইমলাইটে উঠে আসা হয়নি রেক্সের। জানা যায়, নিজের প্রেমিকাকে বিয়ে করে তিনি বিদেশেই সেটল করেছেন। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন রেক্স। অরিজিতের সঙ্গেও ভাল সম্পর্ক রয়েছে তাঁর।
প্রসঙ্গত, ফেম গুরুকুলের পর অরিজিৎ আরো একটি রিয়েলিটি শোতে অংশ নেন। তাঁর প্রথম বড় ব্রেক ২০১০ সালে ‘মার্ডার’ ছবিতে ‘ফির মহব্বত’ গানটি। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি অরিজিৎকে। একের পর এক সুপারহিট গান গেয়ে নিজের ভাগ্য নিজেই গড়েছেন তিনি।