বাংলাহান্ট ডেস্ক: গানের রিয়েলিটি শো (Reality Show) কম নেই টেলিভিশনে। বাংলা, হিন্দি সহ অন্যান্য ভাষা মিলিয়ে অনেক বছর ধরেই চলে আসছে এই শো গুলি। সাধারণ মেগা সিরিয়ালের থেকে এই ধরণের শোতে টিআরপিও ওঠে বেশি। আর এক্ষেত্রে কিছু কিছু রিয়েলিটি শো পাকাপাকিভাবে দর্শকদের মনে রয়ে গিয়েছে, যাদের মধ্যে ‘ফেম গুরুকুল’এর (Fame Gurukul) নাম না নিলেই নয়।
এই শোয়ের মাধ্যমেই অরিজিৎ সিংকে (Arijit Singh) প্রথম চেনে মানুষ। তখনো অবশ্য তাঁর জনপ্রিয়তা পেতে অনেক দেরি। এমনকি শোয়ের বিজেতাও হতে পারেননি তিনি। যুগ্মভাবে প্রথম স্থান দখল করেছিলেন কাজী তৌকির এবং রূপরেখা বন্দ্যোপাধ্যায় (Ruprekha Banerjee)। এই প্রতিবেদন অবশ্য অরিজিৎকে নিয়ে নয়, বরং ফেম গুরুকুল বিজয়ী রূপরেখাকে নিয়ে।
সুন্দরী এবং মধুর কণ্ঠের অধিকারিণী বাঙালি কন্যে রূপরেখা সে সময়ে অনেকের প্রিয় হয়ে উঠেছিলেন। রিয়েলিটি শো জিতে রাতারাতি লাইমলাইট কেড়ে নিয়েছিলেন তিনি। আগরপাড়ার বাসিন্দা রূপরেখা মাত্র ৬ বছর বয়স থেকেই সঙ্গীতে তালিম নেওয়া শুরু করে দিয়েছিলেন। ফেম গুরুকুল প্রথম খ্যাতি এনে দেয় তাঁকে।
শো জেতার পরপরই অপর বিজয়ী কাজী তৌকিরের সঙ্গে একটি মিউজিক অ্যালবাম বেরিয়েছিল রূপরেখার। ব্যাপক জনপ্রিয় হয়েছিল সেটি। তিনিও বেছে নিয়েছিলেন পেশাদার সঙ্গীত কেরিয়ার। বাংলা, হিন্দি ছাড়াও ভোজপুরি ভাষায় গান গেয়েছেন রূপরেখা। পেয়েছেন অনেক পুরস্কারও। কিন্তু দর্শকদের মন পেতে পারেননি তিনি। তাঁর কোনো গানই তেমন হিট হয়নি।
গানের জন্য না হলেও অন্য একটি কারণে আচমকা সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন রূপরেখা। মাঝে গুঞ্জন তুঙ্গে উঠেছিল, তিনি নাকি অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রী। ফেম গুরুকুল থেকে বেরোনোর পরে নাকি দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল। তারপর তাঁরা বিয়ে করেন, আবার বিচ্ছেদও হয়ে যায়।
সে সময়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় লাইভ করে রূপরেখা স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি অরিজিতের প্রথম স্ত্রী নন। ২০১০ সালে তিনি নিজে বিয়ে করেন। স্বামী সন্তান নিয়ে তাঁর সুখের সংসার। এখন কলকাতাতে থাকেন রূপরেখা। তবে তিনি এখন কী করছেন তা জানা যায়নি। বিশেষ প্রচারে আসেন না তিনি।