যাকে নিয়ে উত্তাল ভারতসহ গোটা ইসলামিক বিশ্ব, কোথায় রয়েছেন সেই নূপুর শর্মা?

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নবী মহম্মদকে নিয়ে নূপুর শর্মার করা মন্তব্যের পর থেকে শুধুমাত্র ভারতবর্ষের ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যেই নয়, অনেক মুসলিম প্রধান দেশে অসন্তোষ দেখা গিয়েছে। তাই গত কয়েকদিন ধরে একদম সংবাদমাধ্যমগুলির শিরোনামে রয়েছেন এই নূপুর শর্মা। তার প্রসঙ্গ নিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণ সহ্য করতে হয়েছে বিজেপিকে। চাপের মুখে পড়ে তাকে দল থেকে বরখাস্ত করেছে বিজেপি। কিন্তু এখন প্রশ্ন হল এই অসময়ে নূপুর শর্মা রয়েছেন কোথায়?

বিজেপি থেকে বরখাস্ত হওয়ার পরও শুধুমাত্র বাড়িতে বসে নেই নূপুর শর্মা। অনেকের সঙ্গে দেখা-সাক্ষাৎ চালিয়ে যাচ্ছেন তিনি। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে তাকে। ইতিমধ্যে ভারতসহ বিশ্বের বিভিন্ন ইসলাম প্রধান দেশ থেকে তাকে খুন করার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। মূলত সেই জন্যই তাকে কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে।

তিনি সংবাদমাধ্যমগুলির কাছে অনুরোধ করেছেন যেন তার ঠিকানা প্রকাশ না করা হয়। এর ফলে পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। টুইট করে এই অনুরোধ করেছেন তিনি। ২৭শে মে তিনি টুইট করে বলেন যে তিনি, তার বোন, তার মা এবং তার বাবা প্রত্যেককেই হত্যা, ধর্ষণ এবং শিরশ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে।

দিল্লি পুলিশ জানিয়েছে যে নুপুরের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশ কর্তৃক তাকে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দেওয়া হচ্ছে। ঘটনার জল এতদূর করিয়ে গিয়েছিল যে তার এই মন্তব্য ছড়িয়ে পড়ার পর আল-কায়েদা জঙ্গি গোষ্ঠীর একটি চিঠিও ভাইরাল হয়েছে যেখানে নবীর অবমাননা প্রতিশোধ নিতে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলিতে সন্ত্রাস মূলক কার্যকলাপ চালানোর হুমকি দেওয়া ছিল।

X