বিয়ের পাঁচদিন যেতেই ফাঁকা সিঁথি! সিঁদুর কোথায়? আলিয়াকে প্রশ্ন নেটবোদ্ধাদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এক সপ্তাহও হয়নি নতুন জীবনে পা রেখেছেন আলিয়া ভাট (Alia Bhatt)। ছোট্টবেলার ক্রাশ রণবীর কাপুরের গলাতেই মালা দিয়েছেন তিনি। চার দিন ছুটি কাটিয়ে পাঁচদিনের দিন আবারো চেনা ফর্মে মহেশ ভাট কন‍্যা। মঙ্গলবার থেকেই কাজে যোগ দিয়েছেন তিনি। হাতে বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে তাঁর। আপাতত মুম্বই ছেড়ে উড়ে গিয়েছেন আলিয়া।

বিমানবন্দরে পাপারাৎজির ক‍্যামেরা বন্দি হন  অভিনেত্রী। হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরেছিলেন তিনি। হাসিমুখে পাপারাৎজির দিকে তাকিয়ে হাত নাড়েন অভিনেত্রী। পরিচালক করন জোহর ও ফ‍্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার সঙ্গে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শুট করতে মুম্বইয়ের বাইরে গিয়েছেন তিনি।


কিন্তু নেটিজেনদের একাংশ একেবারেই খুশি নন আলিয়াকে দেখে। তাঁকে নাকি নববিবাহিত বলে মনেই হচ্ছে না। হবে কীকরে? সিঁথিতে সিঁদুর নেই, হাতে চূড়া নেই। হিন্দু ঘরের নববধূকে এসব ছাড়া মানায় নাকি? তার উপর বিয়ের মাত্র পাঁচ দিন পরেই সিঁদুর ছাড়া বেরিয়ে পড়েছেন আলিয়া! দেখে আঁতকে ওঠার জোগাড় নীতিপুলিশদের। কয়েকজন বলেই বসেছেন, এর থেকে ক‍্যাটরিনাই ভাল ছিল।

https://www.instagram.com/reel/CcheHf6jWPk/?igshid=YmMyMTA2M2Y=

যদিও সবাই এক সুরে গলা চড়াননি। কয়েকজন আলিয়ার পক্ষও নিয়েছেন। তাঁর ইচ্ছা হলে তিনি সিঁদুর, চূড়া পরবেন নয়তো পরবেন না। কই বিবাহিত পুরুষদের তো এমন কিছু বাধ‍্যবাধকতা নেই, প্রশ্ন জনৈক নেটনাগরিকের। বরঞ্চ বিয়ের পরপরই ক‍্যাজুয়াল পোশাকে কাজে যোগ দেওয়ায় প্রশংসাই পেয়েছেন রণবীর। তাহলে আলিয়ার সময়ে ট্রোল কেন?


অবশ‍্য আলিয়ার বিয়ের সময়ই জানা গিয়েছিল, কয়েকটি রীতি বাদ রাখা হয়েছে। যেমন ৪০ দিন ধরে চূড়া পরে থাকার প্রথাটা বাদ দিতে হয়েছে। কারণ খুব শিগগিরি হলিউডে ‘দ‍্য হার্ট অফ স্টোন’ ছবি দিয়ে ডেবিউও করবেন আলিয়া। শুটিংয়ের সময় চূড়া পরে থাকা সম্ভব নয়। এছাড়া ব্রহ্মাস্ত্র ছবিতেও দেখা যাবে আলিয়া রণবীরকে।

সম্পর্কিত খবর

X