‘শুভেন্দু কই, ডিসেম্বরে নাকি TMC পড়ে যাবে?’, ১২ তারিখ কেটে যেতেই পাল্টা আক্রমণ কুণাল ঘোষের

বাংলাহান্ট ডেস্ক : ডিসেম্বর মাস নিয়ে সরগরম রাজ্য রাজনীতি (December Month)। যে তিনটে তারিখের কথা বলে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু তার মধ্যে একটু হল ১২ ডিসেম্বরে। চলে গেল সেই দিন। কিন্তু তেমন কিছুই ঘটল না। একটা তারিখ কেটে যেতেই শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তোপ দাগতে শুরু করেছে তৃণমূল শিবির।

একটা তারিখ চলে গেল। আর দুটি তারিখ বাকি। শুভেন্দু অধিকারীর দেওয়া তিনটি তারিখের প্রথম ধাপে অর্থাৎ ১২ ডিসেম্বর সোমবার কিছুই ঘটল না। প্রথম দিকে শুধু ডিসেম্বর মাসের উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু। আর তারপর একেবারে তারিখ ধরে ধরে হুমকি দিতে শুরু করেন ! শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ডিসেম্বরের ১২,১৪ এবং ২১, এই তিনটে দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওয়েট এন্ড ওয়াচ।’

১২, ১৪ ও ২১ ডিসেম্বর। শুভেন্দুর ৩ তারিখের মধ্যে সোমবার ছিল ১২ ডিসেম্বর। অর্থাৎ একটা দিন চলে গেল। এবার জল্পনা বাকি ২টি তারিখ -অর্থাৎ আগামী বুধবার ও তার পরের বুধবার। এই বিষয়ে শুভেন্দু বলেন, ‘যারা বলে এক টাকা খেয়েছি প্রমাণ করলে, ফাঁসির দড়ি গলায় নেব, তারা উচ্চ আদালতে গিয়ে তদন্তে বাধা সৃষ্টি করার কাজটা বারে বারে করেন। তদন্তের মুখোমুখি হন না কেন ? কেন চ্যালেঞ্জ নিতে পারেন না। সেই তারিখ আজ ছিল। আজকের গুরুত্বপূর্ণ তারিখ, সেই তারিখটা হয়তো সিস্টেম অনুযায়ী, হয়তো অন্য কোনও কারণ থাকতে পারে, ১৩ জানুয়ারি করা হয়েছে।’

দেখতে দেখতে একটা তারিখ কেটে যেতেই শুভেন্দু অধিকারীকে তোপ দাগা শুরু করেছেন কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, ‘কই ? ১২ তো পার। শুভেন্দু কই ? ডিসেম্বরে নাকি সরকার পড়ে যাবে। ১২ ডিসেম্বর পার হয়ে গেল, কোথায় ? শুভেন্দু অধিকারী বলুন, ব্যাখ্যা দিন। শুধু হাওয়ায় বাড়ালে চলবে ? তাঁকে বলতে হবে।’

এদিকে ডিসেম্বর নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, ‘আমি জানি না, যারা বলছে নিশ্চয় তাদের কাছে কোনও গুরুত্বপূর্ণ তথ্য আছে। বিশ্বকাপেও তো শেষ মুহূর্তে গোল হচ্ছে। এখনও মাস শেষ হতে অনেক বাকি আছে।’


Sudipto

সম্পর্কিত খবর