বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আগামী রবিবার, ১৯ শে জানুয়ারি চার হাত এক হতে চলেছে শ্বেতা ভট্টাচার্য (Sweta-Rubel) এবং রুবেল দাসের। দীর্ঘদিনের পরিচিতি, প্রেমের সম্পর্ক এবার আরো এক ধাপ এগোতে চলেছে। বিয়ের বন্ধনে বাঁধা পড়তে চলেছেন রুবেল শ্বেতা (Sweta-Rubel)। টেলিপাড়ার এই বহুল চর্চিত জুটির বিয়ে নিয়ে আগ্রহ, উত্তেজনার কমতি নেই নেটিজেনদের মাঝে।
শ্বেতা-রুবেলের (Sweta-Rubel) বিয়ের প্রস্তুতি তুঙ্গে
নিজেদের সম্পর্কের কথা কখনো লুকিয়ে রাখেননি রুবেল শ্বেতা (Sweta-Rubel)। সোশ্যাল মিডিয়ায় যুগল ছবি শেয়ার করার পাশাপাশি দুই বাড়িতে বিয়ের কথাবার্তা হওয়ার কথাও জানিয়েছিলেন তাঁরা। দীর্ঘদিনের প্রস্তুতি, পরিকল্পনা অবশেষে রূপ পেতে চলেছে আর দিন কয়েক বাদে। এর মাঝেই প্রকাশ্যে এল জুটির বিয়ের কার্ড এবং ভেনুর ডিটেলসও।
ভাইরাল হল বিয়ের কার্ড: সোশ্যাল মিডিয়ায় শ্বেতা রুবেলের (Sweta-Rubel) বিয়ের যে কার্ডের ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, বর কনের মুকুট আর টোপর আঁকা লাল খাম রয়েছে কার্ডে। কার্ডের উপরেই শ্বেতা রুবেলের (Sweta-Rubel) ছবি আঁকা। ভেতরে আঁকা অভিনেত্রীর বাবা মায়ের সঙ্গে একটি ছবি। তার সঙ্গেই লেখা পাত্রপাত্রীর পরিচয় এবং বিয়ের ভেনু।
আরো পড়ুন: আর্যর সঙ্গে প্রেমের গুঞ্জন, ‘প্রাক্তন’ শৌর্যর জন্মদিনে ‘রাই’ আরাত্রিকা লিখলেন, ‘ভালোবাসি’
কোথায় হচ্ছে বিয়ে: বিয়ের কার্ড থেকেই জানা গিয়েছে, বিয়ের জন্য দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেস বুক করেছেন শ্বেতা (Sweta-Rubel)। বিরাট জায়গা জুড়ে ম্যারেজ হলটির অন্দরসজ্জা চোখ ধাঁধানো। পাশাপাশি রয়েছে বেশ বড়সড় খোলা জায়গা। ইনডোর এবং আউটডোর মিলিয়ে প্রায় ৪০০-৬০০ জন অতিথির জায়গা হতে পারে এই ম্যারেজ হলে। জানা গিয়েছে, এটি বুকিংয়ের জন্য নাকি খরচ শুরু হয় ২ লক্ষ টাকা থেকে।
আরো পড়ুন: ‘যা খুশি হয়ে যেতে পারে…’, বড়সড় বিপদের আশঙ্কা, ভিডিওতে কী জানালেন ‘সাংভি’ প্রেরণা?
প্রসঙ্গত, বর্তমানে চুটিয়ে আইবুড়োভাত পর্ব চলছে রুবেল শ্বেতার। দুজনেরই সিরিয়ালের সেটে দেওয়া হয়েছে আইবুড়োভাত। তাঁরা বিয়ে করবেন বৈদিক মতে। অর্থাৎ বিয়েতে কন্যাদান হবে না। মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক এই বিয়ে দেবেন। এর আগে অভিনেত্রী সন্দীপ্তা সেনের বিয়েও দিয়েছিলেন তিনি।