আর মাত্র একদিন! কোথায় ফ্রি-তে দেখা যাবে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ? এখনই নিন জেনে

বাংলা হান্ট ডেস্ক: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ২ ম্যাচের ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ (India-Bangladesh Test Series)। এর পাশাপাশি ৩ টি T20 ম্যাচও খেলা হবে। ইতিমধ্যেই এই টেস্ট এবং T20 সিরিজ খেলার জন্য ভারতে এসে পৌঁছেছে বাংলাদেশ দল। জানিয়ে রাখি যে, প্রথম টেস্ট ম্যাচটি খেলা হবে চেন্নাইতে। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচটি সম্পন্ন হবে কানপুরে।

কোথায় ফ্রি-তে দেখা যাবে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ (India-Bangladesh Test Series):

এদিকে, আগামী ৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে T20 সিরিজ। যার প্রথম ম্যাচটি খেলা হবে গোয়ালিয়রে। এমতাবস্থায়, এই সিরিজ শুরুর আগে দুই দলই কঠোর পরিশ্রম করছে। জানিয়ে রাখি যে, সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে চরম আত্মবিশ্বাসী হয়ে রয়েছে বাংলাদেশ। যার ফলে ভারতীয় দলও সতর্ক রয়েছে।

   

Where to watch India-Bangladesh Test Series for free?

চেন্নাইয়ে প্রি-সিজন ক্যাম্পের আয়োজন: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ (India-Bangladesh Test Series) শুরুর আগে ৪০ দিনের বেশি বিরতিতে ছিল টিম ইন্ডিয়া। এই সময়ের মধ্যে, কিছু খেলোয়াড় দলীপ ট্রফি ২০২৪-এ অংশ নিয়েছিলেন। কিন্তু কেউ কেউ সম্পূর্ণ বিরতিতে ছিলেন। এই কারণে, ক্রিকেটের মরশুম শুরুর আগে, হেড কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে চেন্নাইয়ের প্রি-সিজন ক্যাম্পে সমস্ত খেলোয়াড় কঠোর পরিশ্রম করে ছন্দে ফেরার চেষ্টা করেন।

আরও পড়ুন: ভেঙে যাবে সব রেকর্ড! এবার এই রাজ্যে বিনিয়োগের বন্যা রতন টাটার

ইতিমধ্যেই BCCI-এর তরফে এই ক্যাম্প সম্পর্কিত একাধিক ভিডিও এবং ছবি শেয়ার করা হয়েছে।  যেখানে দেখা গিয়েছে খেলোয়াড়রা পূর্ণ উদ্যমে প্রস্তুতি নিচ্ছেন। এমন পরিস্থিতিতে, ভারতীয় ক্রিকেট অনুরাগীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁদের প্রিয় তারকাদের মাঠে প্রত্যাবর্তনের জন্য। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে জানাবো কোথায় বিনামূল্যে আপনারা বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট (India-Bangladesh Test Series) এবং T20 সিরিজ দেখতে পাবেন সেই সম্পর্কে।

আরও পড়ুন: যাহ! ফর্মে থাকা এই প্লেয়ারকে প্লেয়িং ইলেভেনে রাখবেন না গম্ভীর-রোহিত? সামনে এল পরিকল্পনা

ভারত বনাম বাংলাদেশ সিরিজ কোথায় দেখতে পাবেন: টিম ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে আসন্ন ম্যাচগুলি টিভিতে স্পোর্টস 18 নেটওয়ার্কে দেখা যাবে। তবে এর জন্য আপনাকে মূল্যও দিতে হবে। যদিও, অ্যান্ড্রয়েড টিভি এবং মোবাইলে Jio Cinema অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে এই স্ট্রিমিং দেখা যাবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এর জন্য আপনাকে কোনও সাবস্ক্রিপশন নিতে হবে না। অর্থাৎ আপনি সিরিজের সমস্ত ম্যাচ সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর