বাংলাহান্ট ডেস্কঃ স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যা বেলায় হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর ধোনির অবসর নেওয়ার পর ধোনিকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তার প্রাক্তন সতীর্থরা। এবার ধোনিকে নিয়ে স্মৃতি চারন করলেন প্রাপ্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। ভিভিএস লক্ষ্মণ জানালেন ড্রাইভার হয়ে ধোনি কিভাবে মাঠে থেকে পুরো দলকে টিম হোটেলে নিয়ে নিয়ে গিয়েছিলেন। এছাড়াও ভিভিএস লক্ষ্মণ জানালেন যে ধোনি তাঁর শেষ ম্যাচটি কোথায় খেলবেন?
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধোনি কি আর তার জীবনের শেষ ম্যাচটি খেলবেন? এই ব্যাপারে ভিভিএস লক্ষ্মণ জানালেন, “আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেও ধোনি এই মুহূর্তে সিএসকের হয়ে আইপিএল খেলা চালিয়ে যাবেন। চেন্নাইয়ের সমর্থকদের ভালোবাসার কারণেই ধোনি তার জীবনের শেষ ম্যাচটি খেলবেন চিপকে স্টেডিয়ামে।”
2008 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ ছিল। আর সেখানেই টিম বাসের ড্রাইভার হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এই প্রসঙ্গে লক্ষ্মণ বলেন সেই সময় অনিল কুম্বলে অবসর নিয়ে নেওয়ার কারণে তখন ভারতীয় দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। হঠাৎই বাসের চালককে পেছনে বসতে বলে নিজে বাস চালিয়ে পুরো দলকে টিম হোটেলে নিয়ে আসেন তৎকালীন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই দৃশ্য দেখে আমরা সকলেই অবাক হয়ে গেছিলাম যে ভারত অধিনায়ক নিজে বাস চালাচ্ছেন।