লালু প্রসাদ কোথায় থাকবেন, কোথায় থাকবেন না! সেটা জেল প্রশাসন ঠিক করবে, আমরা নইঃ JMM

বাংলাহান্ট ডেস্কঃ লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) কি অবস্থান হবে তা স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (Jharkhand Mukti Morcha) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং মুখ্য মুখপাত্র সুপ্রিয় ভট্টাচার্য। বুধবার তিনি বললেন, ‘জেল প্রশাসন এবং রিমস সিদ্ধান্ত নেবে লালু প্রসাদ যাদবের অবস্থান নির্ণয়ের বিষয়ে। আমরা সিদ্ধান্ত নেব না’।

সিদ্ধান্ত নেবে না JMM
এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘এই ধরণের আতিথেয়তা কাজে দেবে না। বিজেপি নিজের চিন্তা করুক। লালু জির অবস্থান কোথায় হবে, কোথায় হবে না , তা নিয়ে চিন্তা করতে হবে না। তার জন্য জেল প্রশাসন এবং রিমস রয়েছে। তারাই সমস্ত সিদ্ধান্ত নেবে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) কোন সিদ্ধান্ত নেবে না’।

image 1 38

বিজেপির বক্তব্য
বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক আদিত্য সাহু বলেছেন, ‘মহাগঠবন্ধন আজ আবারও একটি ঠগবন্ধ হিসাবে প্রমাণিত হয়েছে। জেএমএম যেভাবে ক্ষমতার জন্য আরজেডির কাছে আত্মসমর্পণ করেছিল, তার ফল সামনে আসতে শুরু করেছে। পশু খাদ্য কেলেঙ্কারীর দায়ে লালু প্রসাদের পক্ষে আতিথেয়তা কোনভাবেই কার্যকর হয়নি’।

হেমন্ত সরকারের আসল রূপ জনগণের সামনে পরিস্কার
তিনি আরও বলেন, ‘লালু জির সুরক্ষায় যে পরিমাণ ক্ষমতা ব্যবহার করেছেন হেমন্ত সরকার, সেই পরিমাণ ক্ষমতা রাজ্যের কাজে ব্যবহার করলে, রাজ্যের উন্নতি অনেকখানি এগিয়ে যেত। তবে জনগণ জানে, যে হেমন্ত সরকার একজন প্রতারক। তাঁর ক্ষমতার সঙ্গে রাজ্যের উন্নতির যে কোন যোগসূত্র নেই, তা জনগণ ভালো ভাবেই বুঝে গেছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর