বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের সবথেকে জনপ্রিয় খেলা হিসেবে বিবেচিত হয় ফুটবল। যেটি বেশিরভাগ দেশেই খেলা হয়। এমতাবস্থায়, ফুটবলের দুনিয়ায় সবথেকে উত্তেজক বিষয় হল ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup)। প্রতি চার বছর অন্তর হওয়া এই বিশ্বকাপের জন্য সমগ্র বিশ্বের ফুটবল অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এদিকে, ইতিমধ্যেই ফিফা ২০২৬ সালের পর তার পরবর্তী দু’টি ফুটবল বিশ্বকাপের আয়োজনের ঘোষণা করেছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা গত ১১ ডিসেম্বর অর্থাৎ বুধবার বলেছে যে, স্পেন, মরক্কো এবং পর্তুগালকে ২০৩০ সালে এই বিশ্বকাপ আয়োজনের অধিকার দেওয়া হয়েছে। এদিকে, ২০৩৪-এর ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হবে সৌদি আরব। জানিয়ে রাখি যে, ফিফা বিশ্বকাপের পরবর্তী এডিশন ২০২৬ সালে সম্পন্ন হবে। এজন্য আমেরিকা, কানাডা ও মেক্সিকোকে আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।
ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) আয়োজক দেশ:
৬ টি দেশ ২০৩০ বিশ্বকাপের আয়োজক হবে: জানিয়ে রাখি যে, ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) আয়োজক হস্তান্তর করার জন্য একটি ভার্চুয়াল কংগ্রেসের আয়োজন করে। সেই সময়ে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০৩০ এবং ২০৩৪ সালের আয়োজক দেশের ঘোষণা করেন। তিনি জানান, ২০৩০ সালে একটি বা দু’টি নয়, বরং ছয়টি দেশ ফিফা বিশ্বকাপ আয়োজন করবে। স্পেন, মরক্কো ও পর্তুগাল ছাড়াও দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ে, প্যারাগুয়ে ও আর্জেন্টিনাকে একটি করে ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।
Introducing the hosts for the next two editions of the @FIFAWorldCup!
Morocco, Portugal and Spain will host in 2030, with centenary celebration matches in Argentina, Paraguay and Uruguay.
Four years later, Saudi Arabia will host the FIFA World Cup 2034™. pic.twitter.com/WdOEdNEVxH
— FIFA (@FIFAcom) December 11, 2024
এদিকে, ফিফার এই ঘোষণায় ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup) আবারও ১০০ বছর পর উরুগুয়েতে ফিরবে। এর আগে ওই দেশ ১৯৩০ সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছিল। দীর্ঘ ১০০ বছরের ব্যবধানের এই বিষয়টিকে মাথায় রেখেই ফিফা উরুগুয়েকে একটি ম্যাচ আয়োজনের অধিকার দিয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, উদ্বোধনী অনুষ্ঠানও সম্পন্ন হবে উরুগুয়েতে।
আরও পড়ুন: আর নেই চিন্তা! এবার মনের আনন্দে করুন ট্রেনে সফর, দেশের মধ্যবিত্তদের জন্য বিরাট ঘোষণা রেলমন্ত্রীর
দ্বিতীয়বারের মতো উপসাগরীয় দেশে ফুটবল বিশ্বকাপ: এদিকে, ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) আয়োজক দেশ হিসেবে সৌদি আরবের নাম স্থির করা হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার উপসাগরীয় দেশে ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হবে। এর আগে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে কাতার। এটি আরবের প্রথম দেশ, যেখানে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। ২০৩৪ সালে সৌদি আরবে এটি সম্পন্ন হবে।
আরও পড়ুন: তৃতীয় টেস্টের আগে চিন্তামুক্ত হল টিম ইন্ডিয়া! অবশেষে সামনে এল বড়সড় “Good News”
জানিয়ে রাখি যে, সৌদি আরবই একমাত্র দেশ যারা ২০৩৪ এডিশনের বিশ্বকাপের আয়োজক হিসেবে নিজেদের নাম রেখেছিল। সৌদি আরব ছাড়াও এর আগে অস্ট্রেলিয়াও এই দৌড়ে অন্তর্ভুক্ত ছিল। কিন্তু শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া তার নাম প্রত্যাহার করে নেয। এই আয়োজনের জন্য সৌদি আরব অনেক টাকা খরচ করেছে। স্টেডিয়াম থেকে শুরু করে পরিকাঠামো সবকিছুকেই অনুকূল করে তোলার লক্ষ্যে বিপুল অর্থ খরচ করা হয়। যার পরিপ্রেক্ষিতে ২০৩৪ সালে সৌদি আরবে সম্পন্ন হবে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup)।