শহরের মধ্যেই সুবিশাল লন সহ সুদৃশ্য ব্যাঙ্কোয়েট, এখানেই হচ্ছে শ্বেতা-রুবেলের রিসেপশন! খরচ কত জানেন?

বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহের শেষেই বিয়ের বাজনা বাজবে টেলিপাড়ায়। দীর্ঘ প্রতীক্ষা শেষে চারহাত এক হতে চলেছে শ্বেতা ভট্টাচার্য (Sweta-Rubel) এবং রুবেল দাসের। বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় জুটি তাঁরা। তাই তাঁদের বিয়ে নিয়েও উৎসাহের অন্ত নেই অনুরাগীদের। কোথায় বসছে তাঁদের বিয়ে, রিসেপশনের আসর?

শ্বেতা-রুবেলের (Sweta-Rubel) বিয়ে রিসেপশনের ভেনু ফাইনাল

দমদমের মেয়ে শ্বেতা (Sweta-Rubel), অন্যদিকে রুবেলের বাড়ি বারাসতে। নিজেদের বাড়ির কাছাকাছিই বিয়ে আর রিসেপশনের অনুষ্ঠান রেখেছেন তাঁরা। ১৯ তারিখের বিয়ের ভেনু ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। বিয়ের কার্ড থেকেই জানা গিয়েছে, দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেস বুক করেছেন শ্বেতা (Sweta-Rubel)। বিরাট জায়গা জুড়ে ম্যারেজ হলটি তার অন্দরসজ্জার জন্য বিশেষ ভাবে জনপ্রিয় এলাকায়। তবে রিসেপশনের ভেনুও পিছিয়ে নেই কোনোদিক দিয়েই।

Where would sweta-rubel reception party held

কোথায় হচ্ছে রিসেপশন: বারাসতের কাছাকাছি যশোর রোডের উপরে বিটি কলেজের কাছে রয়েছে সৃষ্টি গার্ডেন অ্যান্ড লনস। বড়সড় জায়গা জুড়ে রয়েছে এই ভেনু, যা জাঁকজমকে রীতিমতো চমকে দেবে খ্যাতনামা ব্যাঙ্কোয়েটগুলিকেও। এখানেই বসতে চলেছে শ্বেতা (Sweta-Rubel) রুবেলের রিসেপশনের আসর। কেমন খরচ পড়বে এই ভেনুর?

আরো পড়ুন : গল্প এগিয়েও মিলল না ফল, দু বছর পার করে বন্ধ হচ্ছে প্রাক্তন TRP টপার সিরিয়াল

কেমন খরচ এক রাতের: সূত্র মারফত জানা যাচ্ছে, দুটি ভিন্ন হল রয়েছে সৃষ্টি গার্ডেনের। এর মধ্যে সৃষ্টি ১ প্রায় ১০ হাজার স্কোয়ার ফিট জায়গা জুড়ে। লন এবং ব্যাঙ্কোয়েট হল রাজস্থানি কায়দায় সাজিয়ে তোলা হয়েছে। সোনালি রঙের আধিক্যে অপূর্ব সুন্দর অন্দরসজ্জা। জানা গিয়েছে, আলো এবং ফুলের সাজ মিলিয়ে সৃষ্টি ১ এর বুকিং খরচ আনুমানিক ৩ লক্ষ টাকা।

আরো পড়ুন : শরীরে নেই সুতোটুকুও! ঘন্টার পর ঘন্টা নামজপ, ঠাণ্ডায় কীভাবে নিজেদের শরীরকে গরম রাখেন নাগা সাধুরা?

এর সঙ্গে যদি সৃষ্টি ২ ও নেওয়া হয় তাহলে খরচ আরো ১ লক্ষ বেড়ে যাবে। প্রায় ৬০০-৬৫০ জন অতিথির জায়গা হবে এখানে। শুধু সৃষ্টি ১ ও নেওয়া যেতে পারে চাইলে, তবে সৃষ্টি ২ একা নেওয়া যাবে না। বিয়ের জন্য দিন কয়েকের ছুটি পাবেন শ্বেতা রুবেল। আপাতত আর চার দিনের অপেক্ষা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর