দুই স্ত্রী নয়, ধর্মেন্দ্র যমের মতো ভয় পেতেন এই নায়িকাকে, এক কথায় নিয়েছিলেন বিরাট সিদ্ধান্ত

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের মহীরুহদের মধ্যে একজন ধর্মেন্দ্র (Dharmendra)। ভারতীয় চলচ্চিত্রের খ্যাতনামা তথা অভিজ্ঞ অভিনেতাদের তালিকায় প্রথম দিকেই নাম থাকবে তাঁর। নিজের সময়কার সমস্ত প্রথম সারির নায়িকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। শুধু তাঁর পেশাগত জীবন নয়, ব্যক্তিগত জীবনও থেকেছে চর্চায়। সব মিলিয়ে বেশ রঙিন জীবন কাটিয়েছেন ধর্মেন্দ্র (Dharmendra)।

চর্চায় ধর্মেন্দ্রর (Dharmendra) ব্যক্তিগত জীবন

অন্যান্য বলিউড অভিনেতাদের থেকে অনেকটাই আলাদা ধর্মেন্দ্রর (Dharmendra) ব্যক্তি জীবন। দুবার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। প্রথম স্ত্রী প্রকাশ কউরকে ডিভোর্স না দিয়েই তিনি বিয়ে করে বসেন হেমা মালিনীকে। এমনকি হেমার জন্য নিজের ধর্ম পর্যন্ত বদলে ফেলেছিলেন ধর্মেন্দ্র (Dharmendra)। তবে জানেন কি, কোন অভিনেত্রীকে সবথেকে বেশি ভয় পেতেন ধর্মেন্দ্র? না, তিনি তাঁর দুই স্ত্রী এর মধ্যে কেউই নন। এমনকি সেই নায়িকার জন্য নাকি একটি বড় সিদ্ধান্তও নিয়েছিলেন ধর্মেন্দ্র (Dharmendra)।

আরো পড়ুন : ‘খালি কোলে উঠতে চাইতাম’, ২২ বছরের সৌমিতৃষা বলছেন, ‘এখন বর্নভিটা খাওয়ার বয়স’!

কাকে ভয় পেতেন অভিনেতা

তিনি বলিউডের নামজাদা অভিনেত্রী আশা পারেখ। এক টেলিভিশন শোতে একটি মজার ঘটনা শেয়ার করেছিলেন ধর্মেন্দ্র (Dharmendra)। তিনি জানিয়েছিলেন, মদ্যপান করার কারণে তাঁর মুখে খুব দুর্গন্ধ হত। দার্জিলিংয়ে ‘আয়ে দিন বাহার কে’ ছবির শুটিংয়ের পর প্রতিদিন বসত আমোদের আসর। ধর্মেন্দ্রও মদ্যপান করতেন। সেই গন্ধ থেকে যেত সকাল পর্যন্ত। ফলত আশার খুবই সমস্যা হত ধর্মেন্দ্রর সঙ্গে শুটিং করতে। তাই একটি উপায় বের করেছিলেন অভিনেতা।

আরো পড়ুন : দেবীপক্ষেই ঘরে এল লক্ষ্মী-সরস্বতী, যমজ সন্তানের বাবা হলেন টলিউড অভিনেতা

নিয়েছিলেন বড় সিদ্ধান্ত

ধর্মেন্দ্র (Dharmendra) জানিয়েছিলেন, মদের দুর্গন্ধ ঢাকতে তিনি শুটের আগে পেঁয়াজ খেতেন। একবার তিনি আশাকে বলেছিলেন, তাঁর মুখ থেকে যে দুর্গন্ধ বেরোচ্ছে তা পেঁয়াজের নয়, বরং মদের। তখন অভিধান তাঁকে বলেছিলেন, মদ্যপান ছেড়ে দিতে। আর সেটাই করেছিলেন ধর্মেন্দ্র (Dharmendra)।

Dharmendra

আশার কথা রাখতে তারপর থেকে আর কখনো মদ ছোঁননি তিনি। একটি গানের শুটিংয়ে ঠাণ্ডা জলে নামতে হয়েছিল ধর্মেন্দ্রকে। জল থেকে ওঠার পর শরীর গরম করতে ব্র্যান্ডি দেওয়া হয়েছিল অভিনেতাকে। কিন্তু আশার কথা মনে রেখে প্রচণ্ড ঠাণ্ডা সত্ত্বেও ব্র্যান্ডি খাননি ধর্মেন্দ্র।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর