প্রথম ভারতীয় হিসেবে গড়েছিলেন ইতিহাস, কোন প্রশ্নের উত্তর দিয়ে মিউ ইউনিভার্স হন অষ্টাদশী সুস্মিতা?

বাংলাহান্ট ডেস্ক : সুস্মিতা সেন (Sushmita Sen), নামটা শুনলে এখনো ঝড় ওঠে পুরুষ হৃদয়ে। তাঁর চোখের চাহনি থেকে মুখের হাসি, সুস্মিতার ব্যক্তিত্ব বাস্তবিকই অবাক করার মতো। আর হবে নাই বা কেন! তিনিই যে ছিলেন ভারতের প্রথম মিস ইউনিভার্স। অত্যন্ত কম বয়সে আন্তর্জাতিক মঞ্চে বিচারকদের মুগ্ধ করে দেশের জন্য বিশ্বসুন্দরীর তকমা ছিনিয়ে আনেন তিনি। আজ তিন দশক পরেও সুস্মিতাকে (Sushmita Sen) ঘিরে একই রকম ক্রেজ রয়েছে অনুরাগী মহলে।

ভারতের হয়ে প্রথম মিস ইউনিভার্স হন সুস্মিতা (Sushmita Sen)

১৯৯৪ সালে সুস্মিতা (Sushmita Sen) যখন মিউ ইউনিভার্স এর খেতাব জেতেন তখন তাঁর বয়স মোটে ১৮ বছর। তবে সফরটা খুব একটা সহজ ছিল না। বায়ুসেনা অফিসারের মেয়ে হয়ে সুস্মিতা যখন বিউটি প্যাজেন্টে নাম লেখান তখন সকলে অবাকই হয়েছিলেন। তবে পরিবারের সমর্থন ছিল সুস্মিতার (Sushmita Sen) সঙ্গে। প্রথমে মিস ইন্ডিয়ার খেতাব জয়, আর তারপর মিউ ইউনিভার্সের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি।

which-answer-made-sushmita-sen-miss-universe

বিচারকদের মুগ্ধ করে তাঁর জবাব: বিভিন্ন দেশের সুন্দরীদের মধ্যে অচিরেই নজর কেড়ে নেন সুস্মিতা (Sushmita Sen)। প্রথমে টপ ১০, তারপর টপ ৬ এ উঠে আসেন তিনি। ইন্টারভিউ পর্বে প্রথম প্রশ্নের সম্মুখীন হন সুস্মিতা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, সময় এবং সুযোগ থাকলে কোন অ্যাডভেঞ্চার করতে চাইবেন তিনি? উত্তরে সুস্মিতা (Sushmita Sen) বলেছিলেন, ‘আমার কাছে অ্যাডভেঞ্চার মানে হল এমন কিছু যা আমি মন থেকে উপভোগ করি। আর বাচ্চারা জীবনে অনেক অ্যাডভেঞ্চার নিয়ে আসে। আমার কাছে সময় এবং অর্থ থাকলে, আমি যদি কিছু করতে পারতাম, আমি নিপীড়িত শিশুদের জন্য কিছু করতাম বলব না। প্রত্যেক শিশুই সমান। আমি বাচ্চাদের জন্য কিছু করতে চাইব, তাদের সঙ্গে বাইরে বেরিয়ে আনন্দ করতে চাইব’।

আরো পড়ুন : বারবার তিনবার, ফের মোদীর পা ছুঁতে গেলেন নীতিশ! তারপরে যা হল…..ভাইরাল ভিডিও

কোন প্রশ্নের সম্মুখীন হন সুস্মিতা: টপ ৬ এ সুস্মিতার (Sushmita Sen) উত্তর চমকিত করেছিল বিচারকদের। তবে তিনি চূড়ান্ত পর্বে যা উত্তর দিয়েছিলেন, তাতেই মিউ ইউনিভার্সের মুকুট উঠেছিল তাঁর মাথায়। ফাইনাল রাউন্ডে সুস্মিতাকে (Sushmita Sen) প্রশ্ন করা হয়েছিল, ‘আপনার কাছে নারী হওয়ার সারমর্ম কী?’

আরো পড়ুন : হয়ে যান সতর্ক! টাকা দিয়ে কিনছেন “বিপজ্জনক রোগ”, পেপসি-নেসলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

সুস্মিতা উত্তর দিয়েছিলেন, ‘একজন নারী হওয়াই ঈশ্বরের আশীর্বাদ যা আমাদের সকলের কদর করা উচিত। একজন শিশুর জন্ম হয় মায়ের থেকে, যিনি একজন নারী। যত্ন নেওয়া, ভালোবাসা কী তা একজন নারীই পুরুষকে দেখাতে পারে। সেটাই নারী হওয়ার সারমর্ম’। সুস্মিতার সপ্রতিভ উত্তর বিচারকদের মন জিতে নেয়। প্রথম একজন ভারতীয় হিসেবে মিউ ইউনিভার্সের খেতাব জিতে ইতিহাস গড়েন সুস্মিতা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর