জেনে অবাক হবেন যে, নিত্য প্রয়োজনীয় বহু জিনিসই পাকিস্তান থেকে আসে ভারতে! রইল তালিকা

বাংলাহান্ট ডেস্ক : ভারত-পাকিস্তান। দুটি দেশের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শুধু প্রতিদ্বন্দ্বিতার চিত্র। সেটা ২২ গজ থেকে কুটনৈতিক সম্পর্কেও। ভারত থেকে পাকিস্তান অনেক জিনিসই আমদানি করে। কিন্তু জানেন কি ভারতও পাকিস্তান থেকে একাধিক জিনিস আমদানি করে।

পুলওয়ামায় জঙ্গী হামলার পরদিনই পাকিস্তানের ‘মোস্ট ফেভারড নেশন’ বা সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ-এর তকমা কেড়ে নেয় ভারত। এর সঙ্গেই সেই দেশ থেকে আমদানিকৃত সমস্ত জিনিসের উপরই ২০০% আবগারি শুল্ক চাপায় ভারত। এর ফলে বাণিজ্যিক ভাবে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের দেশ বেশ বেকায়দায় পড়েছিল।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারতের মোট রপ্তানির ০.৭৩ শতাংশ যায় পাকিস্তানে, সেখানে পাকিস্তানের রপ্তানির ১.৬২ শতাংশ আসে ভারতে। আমদানির ক্ষেত্রে ভারত পাকিস্তানের উপর যতটা নির্ভরশীল, তার থেকে অন্তত পাঁচ গুণ বেশি ভারতের উপর নির্ভর করে পাকিস্তান।  ২০১৮ সালে ভারতের মোট আমদানীর ০.০৯ শতাংশ এসেছিল পাকিস্তান থেকে। আর পাকিস্তানের মোট আমদানির ৩.৯ শতাংশ গিয়েছিল ভারত থেকে।

পাকিস্তানি পণ্যের মধ্যে ভারত সবচেয়ে বেশি আনদানি করে সিমেন্ট। ভারতের যা সিমেন্ট আমদানি হয়, তার প্রায় ২১.৩ শতাংশই আসে পাকিস্তান থেকে। যদিও আর কোনও পণ্যই ভারত পাকিস্তান থেকে ১ শতাংশের বেশি আমদানি করে না। এবার জেনে নেওয়া যাক

কী কী পণ্য ভারত পাকিস্তান থেকে আমদানি করে।

১) সিমেন্ট
২) ফল
৩) সৈন্ধব লবণ
৪) সালফার
৫) পাথর
৬) চুন
৭) মুলতানি মাটি
৮) পেট্রোলিয়ম
৯) চশমা
১০) তুলো
১১) তামা
১২) কনফেকশনারি জিনিস


Sudipto

সম্পর্কিত খবর