বাংলা হান্ট ডেস্কঃ আজ থেকে সংযুক্ত আরব আমিরশাহী মাটিতে শুরু হতে চলেছে আইপিএল এর 13 তম সংস্করণ। করোনা ভাইরাসের কারণে এই বছর ভারত থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহীতে করা হচ্ছে আইপিএল। বিশ্বজুড়ে করোনা সংক্রমনের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরশাহীকেই আইপিএলের নিরাপদ ভেন্যু হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই।
এবার আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হলেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। এক নজরে দেখে নেওয়া যাক এবার আইপিএলের অধিনায়কদের মধ্যে কে কত টাকা বেতন নেবেন?
1) বিরাট কোহলি: আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। এবার আইপিএলে বিরাট কোহলির বেতন 17 কোটি টাকা, যেটা এখনও পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ।
2) মহেন্দ্র সিং ধোনি: আইপিএলের সবচেয়ে ধারাবাহিক অধিনায়ক চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি। ধোনির অধিনায়কত্বে চেন্নাই তিনবার আইপিএল ট্রফি জিতেছে। এবার আইপিএলে ধোনির বেতন মূল্য 15 কোটি টাকা।
3) রোহিত শর্মা: আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। এবার রোহিত শর্মার বেতন 15 কোটি টাকা।
4) স্টিভ স্মিথ: এবার রাজস্থান রয়েলস দলের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে স্টিভ স্মিথকে। এই মরশুমে স্টিভ স্মিথেরর বেতন 12 কোটি টাকা।
5) ডেভিড ওয়ার্নার: আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদের অধিনাকত্ব করেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। এই মরশুমে ডেভিড ওয়ার্নারের বেতন 12 কোটি টাকা।
6) কে এল রাহুল: বর্তমানে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি দল কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক এর ভূমিকায় দেখা যায় লোকেশ রাহুলকে। এবার আইপিএলে লোকেশ রাহুলের বেতন 11 কোটি টাকা।
7) দীনেশ কার্তিক: দুবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক এর ভূমিকায় দেখা যায় এই ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। এবার আইপিএলের দীনেশ কার্তিকের বেতন 7 কোটি 40 লক্ষ টাকা।
8) শ্রেয়াস আইয়ার: এই তরুণ ভারতীয় ব্যাটসম্যান বর্তমানে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়কত্ব করেন। বেশ কয়েকটি আইপিএল মরশুমে দুর্দান্ত ফর্মে পাওয়া গিয়েছে এই ভারতীয় ব্যাটসম্যানকে। এই মরশুমে
শ্রেয়াস আইয়ার এর বেতন 7 কোটি টাকা।