বাংলা হান্ট ডেস্ক: মানুষের দৈনন্দিন জীবনে ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। বিশেষ করে আর্থিক লেনদেনের জন্য আজ এই সেক্টর মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে। এই আর্থিক লেনদেনের মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে চেক (Cheque)। বড় অংকের টাকা লেনদেনের ক্ষেত্রে চেকের গুরুত্ব অপরিহার্য। তবে চেক লিখতে গেলে বিশেষ কিছু বিষয় মাথায় রাখতে হয়। একটি ছোট্ট ভুল সঙ্গে সঙ্গে আপনার চেক বাতিল করে দেবে। আর চেক লেখার ক্ষেত্রে মানুষ একটি ভুল সবচেয়ে বেশি করে থাকেন সেটি হচ্ছে, Lakh এবং Lac এর ক্ষেত্রে। কোন বানানটা সঠিক সেটা অনেকেই বুঝে পান না। আজকের প্রতিবেদনে জানানো চেকের উপর Lakh নাকি Lac কোনটা লেখা সঠিক।
চেকের (Cheque) উপর Lakh নাকি Lac কোনটা সঠিক?
বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে শিল্পপতিরা সব থেকে বেশি চেকের (Cheque) ব্যবহার করে থাকেন। আর তখনই Lakh এবং Lac এর ব্যবহারের প্রয়োজন পড়ে। তবে সংখ্যায় লিখে দিলে কোন সমস্যা হয় না। আপনি সহজেই ১০ লাখ ১৪ লাখ সংখ্যায় লিখে দিতে পারবেন। কিন্তু যখন টাকার অংকটা পুরোটাই ইংরেজি ভাষায় লিখতে বলা হয় তখনই হয় সমস্যা। আর সেক্ষেত্রে কেউ চেকে লেখেন Lakh আবার Lac। তবে এক্ষেত্রে ইংরেজিতে Lakh-কেই বেশি গুরুত্ব দেওয়া হয়। এমনকি এই নিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতেও নির্দেশিকা জারি করা রয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নির্দেশিকা: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নির্দেশিকা অনুযায়ী, চেকে (Cheque) লক্ষ টাকা লেখার ক্ষেত্রে ইংরেজিতে ‘Lakh’ শব্দটি ব্যবহার করা হয়। আসলে Lakh শব্দের মাধ্যমেই লক্ষ্য শব্দ বোঝানো হয়। এমনকি ব্যাংকিং পরিভাষায় এই শব্দটি সঠিক শব্দ। এছাড়াও আরবিআইয়ের ওয়েবসাইটেও এমনই তথ্য দেওয়া রয়েছে। তবে অনেকেই বিভিন্ন সময় চেক লেখার ক্ষেত্রে ‘Lac’ শব্দটি ও ব্যবহার করেন। তবে তাতে খুব একটা সমস্যা হয় না। অনেকে ভাবেন হয়তো এতে চেক বাতিল হয়ে যেতে পারে। কিন্তু এমন কোন সমস্যাই হয় না।
আরও পড়ুনঃ শরীরে শান্তি নেই! ‘সপ্তাহে ২-১ দিন যদি…’! নওশাদের দাবি শুনে ‘হতভম্ব’ কারামন্ত্রী
তবে ছোট থেকেই আমরা শিখে এসেছি লক্ষ্য শব্দের ইংরেজি Lakh। এমনকি Lakh শব্দের অর্থ হচ্ছে ১০০ হাজার। আর এদিকে Lac শব্দের অর্থ হচ্ছে গালা জাতীয় পদার্থ। যেটি বার্নিশ, সিলিং ওয়াক্স এবং রঞ্জক প্রভৃতি হিসেবে ব্যবহৃত হয়। তাই সকলে পরামর্শ দেন চেকের উপর লক্ষ বোঝাতে Lakh শব্দটি ব্যবহার করার এবং Lac শব্দটি এড়িয়ে চলার।