পুজোর বাজারে হাওয়া গরম টলিউডে, টেক্কা-বহুরূপী-শাস্ত্রী কে কতটা হল ভরাল? দেখার আগে জেনে নিন

বাংলাহান্ট ডেস্ক : পুজোয় সিনেমা হলে (Hall) জমজমাট টক্কর টেক্কা, বহুরূপী এবং শাস্ত্রীর। এবার পুজোয় বাংলা ছবির বাজার বেশ গরম। লড়াইয়ের ময়দানে মুখোমুখি সব রথী মহারথীরা। একদিকে যেমন রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো পরিচালকরা। তেমনি রয়েছেন দেব, মিঠুন চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা। লড়াই যে বেশ জমে উঠবে, বা ইতিমধ্যেই জমে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না।

কোন ছবি কতটা হল (Hall) ভরাচ্ছে

৮ ই অক্টোবর, পঞ্চমীর দিন একসঙ্গে মুক্তি পেয়েছে তিনটি ছবি। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য ভালোই ভিড় চোখে পড়েছে সিনেপ্রেমীদের। শহরের উত্তর থেকে দক্ষিণ, কোন ছবি কতটা হল (Hall) ভরাতে পারল? টেক্কা, বহুরূপী, শাস্ত্রীর মধ্যে হাউজফুল এবং অলমোস্ট ফুল হলের (Hall) তালিকা দেওয়া হল প্রযোজনা সংস্থার তরফে।

আরো পড়ুন : সদ্য সেরেছেন তৃতীয় বিয়ে, বছর ঘোরার আগেই ‘গুড নিউজ’ শোনালেন কাঞ্চন

টেক্কার কী হাল

টেক্কার পঞ্চমীর হলের (Hall) তালিকা- এদিন হাউজফুল এবং প্রায় ভর্তি হলের (Hall) তালিকায় রয়েছে আইনক্স সাউথ সিটির তিনটি শো, স্টার থিয়েটারের দুটি শো, পিভিআর ডায়মন্ড প্লাজার তিনটি শো, নবীনা সিনেমা, সিনেপলিস অ্যাক্রোপলিস মলের দুটি করে শো, সিনেপলিস লেক মল, রূপমন্দির সিনেমা, পিভিআর অবনী, অতীন্দ্র সিনেমা, এসভিএফ সিনেমাজ নরেন্দ্রপুর, প্রিয়া সিনেমা, পদ্মশ্রী সিনেমা, এসএসআর অজন্তা সিনেমার একটি করে শো।

আরো পড়ুন : প্রথম প্রেম গৌরীকে বিয়ে করতে মুসলিম থেকে হিন্দু হন শাহরুখ! কী হয়েছিল নতুন নাম?

বহুরূপীর হলের তালিকা

বহুরূপীর পঞ্চমীর হলের (Hall) তালিকা- এদিন এই ছবির অলমোস্ট ফুল শোয়ের তালিকায় রয়েছে আইনক্স সাউথ সিটি, প্রিয়া সিনেমা, স্টার থিয়েটার, উডস্কোয়ার মলের এসভিএফ সিনেমাজ, নরেন্দ্রপুর, পিভিআর ডায়মন্ড প্লাজার দুটি শো, নবীনা সিনেমার দুটি শো, নজরুল তীর্থ সিনেমা, সিনেপলিস লেক মল, অশোকা সিনেমা, চন্দননগর সিনেমা হাট, অতীন্দ্র সিনেমা, সিনেপলিস লেক মল, আইনক্স স্টার মল।

Hall

শাস্ত্রীও পিছিয়ে নেই

শাস্ত্রীর পঞ্চমীর হলের তালিকা- হাউজফুল হল (Hall) গুলির মধ্যে রয়েছে পিভিআর ডায়মন্ড প্লাজা, আইনক্স সাউথ সিটি, অজন্তা সিনেমা, লীলা সিনেমা, রূপমন্দির সিনেমার একটি করে শো। বোঝাই যাচ্ছে, পুজোর বাজারে তিনটি ছবিই ভালো ব্যবসার দিকে এগোচ্ছে। অনেকেই পছন্দ মতো ছবির টিকিট কাটছেন, আবার কেউ কেউ প্যান্ডেল হপিংয়ের ফাঁকে তিনটি ছবির দেখার পরিকল্পনাও করে ফেলেছেন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর