অশান্ত সময়ে পরিবারে লক্ষ্মীর আগমন, একরত্তি মেয়ের কী নাম রাখলেন দীপিকা!

বাংলাহান্ট ডেস্ক : সদ্য প্রথম সন্তানের মা হয়েছেন দীপিকা পাডুকোন (Deepika Padukone)। গণেশ চতুর্থীর পরের দিন রবিবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। দীপিকা (Deepika Padukone) রণবীরের (Ranveer Singh) ঘরে কবে আসবে তৃতীয় সদস্য, এ নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত ছিল না। শেষমেষ বিয়ের ৬ বছর পর প্রথম সন্তানের মুখ দেখলেন দীপিকা রণবীর। কী নাম (Name) রেখেছেন তাঁরা মেয়ের?

আগেই নাম ঠিক করে রেখেছিলেন দীপিকা (Deepika Padukone)

শনিবার গণেশ চতুর্থীর দিনই হাসপাতালে ভর্তি হয়েছিলেন দীপিকা (Deepika Padukone)। সুখবর আসে রবিবার। চারিদিকে যখন অশান্ত সময়, কলকাতার আরজিকর ঘটনার প্রভাব পড়েছে গোটা দেশে, ঠিক সেই সময়ই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা (Deepika Padukone)। সাম্প্রতিক সময়ের কোনো ছাপ কি মেয়ের নামকরণেও রাখবেন তারকা দম্পতি? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। তবে জানিয়ে রাখি, দীপিকা (Deepika Padukone) এবং রণবীর কিন্তু আগে থেকেই ঠিক করে রেখেছিলেন সন্তানের নাম। কী নাম ঠিক করেছিলেন তাঁরা?

আরো পড়ুন : পর্দায় ভাঙতে বসেছে দাম্পত্য, বাস্তবে এই অভিনেতাকে মন দিলেন ‘রাই’ আরাত্রিকা!

মেয়েই চেয়েছিলেন রণবীর

মেয়ে হয়েছে দীপিকার (Deepika Padukone)। রণবীরের কামনাও ছিল তেমনটাই। বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, দীপিকার কাছে তাঁর একটাই আবদার। একটি ফুটফুটে মেয়ে চাই তাঁর, যে একেবারে দীপিকার (Deepika Padukone) মতোই মিষ্টি হবে। তাই অভিনেত্রী অন্তঃসত্ত্বা হলে তাঁরই ছোটবেলার ছবি তিনি তাঁকে দেখাবেন, যাতে মেয়ে একদম মায়ের মতোই মিষ্টি হয়।

আরো পড়ুন : Subhashree Ganguly: অশান্ত সময়ের মাঝেই বিরাট চমক, মেয়ে কোলে প্রকাশ্যে শুভশ্রী, কার মতো দেখতে হল ইয়ালিনীকে?

কী নাম ঠিক করা হয়

এরপরেই রণবীর বলেছিলেন, তাঁর ছেলে হোক বা মেয়ে, নাম রাখবেন শৌর্যবীর সিং। এই সিদ্ধান্ত নাকি রণবীর এবং দীপিকা দুজনে মিলেই নিয়েছিলেন। প্রার্থনা মতো মেয়ে তো হল, পূর্ব পরিকল্পনা মতো শৌর্যবীর সিং নামটাই রাখবেন তো তাঁরা? তা অবশ্য এখনো জানা যায়নি।

Deepika Padukone

প্রসঙ্গত, আগে জানা গিয়েছিল যে ২৮ শে সেপ্টেম্বর সন্তানের জন্ম দেবেন দীপিকা। কিন্তু গণেশ চতুর্থীর সকালে গণপতি বাপ্পার দর্শন করে আশীর্বাদ নিয়েই বিকেলে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী। রবিবার সন্তানের জন্ম দেন তিনি। কবে মেয়েকে প্রকাশ্যে আনবেন তাঁরা, নাকি বিরাট অনুষ্কার মতো সন্তানকে আড়ালে রাখার সিদ্ধান্ত নেবেন, তা জানার অপেক্ষায় অনুরাগীরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর