বাংলাহান্ট ডেস্ক : ঘোষণা হয়ে গেছে গুজরাট (Gujarat) বিধানসভার নির্বাচনের তারিখ। সমস্ত রাজনৈতিক দলই এখন প্রস্তুতিতে ব্যস্ত। তাদের ভোট ব্যাঙ্ককে পাশে পেতে চলছে প্রচার। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে গুজরাটের মুসলিম ভোটাররা কোন দলের সঙ্গে রয়েছেন? এই বিষয়ে একটি সমীক্ষা করা হয় আহমেদাবাদের বৃহত্তম মুসলিম এলাকা জুহাপুরা এলাকায়। এখানের মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ বলেন যে তারা কংগ্রেসের সঙ্গে থাকবেন। কেউ কেউ আবার সমর্থন করছেন আম আদমি পার্টিকেও (AAP)। এমনকি অনেক মুসলিমকেই পাওয়া গেল যাঁরা চাইছেন ক্ষমতায় আবারও বিজেপি (BJP) সরকারই আসুক। তবে এআইএমআইএম (AIMIM) নেতা ওয়াইসির নাম নিয়ে খুব বেশি ভরসা দেখাননি।
ভারতীয় জনতা পার্টি বিগত ২৭ বছর ধরে গুজরাটে ক্ষমতায় রয়েছে। আবারও ক্ষমতা দখলের আশায় নির্বাচনের ময়দানে নেমেছে কোমর বেঁধে। তাদের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে ভোটারদেরকে তার দিকে ফেরাবার চেষ্টা করছে। জুহাপুরার কিছু মুসলিম ভোটার বিজেপি সরকারের উন্নয়নে বেশ সন্তুষ্ট। তাদের ভোট যে আবারও পদ্ম শিবিরেই যাবে তা একপ্রকার নিশ্চিত।
তবে অধিকাংশ মুসলিম ভোটার পরিবর্তন চাইছেন। এক ব্যক্তি বলেন যে তিনি কংগ্রেসকে ভোট দেবেন। অবশ্য তাঁরা এও জানান যে তারা নিশ্চিৎ যে আবারও বিজেপিই ক্ষমতায় আসবে। তবুও বিরোধী শক্তি হিসাবেও কংগ্রেসকে বাঁচিয়ে রাখার জন্য ভোট দেবেন তাঁরা।
তবে এবারে, আম আদমি পার্টি মুসলিমদের নতুন পছন্দ হয়ে উঠছে বলে মনে করা হচ্ছে। কিছু মানুষ বলেছেন যে তারা বহু বছর ধরে কংগ্রেসকে সমর্থন করে আসছেন, কিন্তু এখন আর নয়। এবার তাঁরা অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থন করবেন। কেউ কেউ আশা প্রকাশ করেছেন যে কেজরিওয়াল সরকার দিল্লিতে বিনামূল্যে বিদ্যুৎ দিয়েছে। গুজরাটে আপ এলে এখানেও বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যাবে।
ভারতের নির্বাচন কমিশন ঘোষণা করেছে গুজরাটে দুই ধাপে ভোটগ্রহণ করা হবে। এক ডিসেম্বর প্রথম পর্বের নির্বাচন হবে। এই দিন মো ৮৯টি আসনে ভোট গ্রহণ করা হবে। এরপর পাঁচ ডিসেম্বর দ্বিতীয় দফার নির্বাচন হবে। সেই দফায় ৯৩টি আসনে ভোট গ্রহণ করা হবে। গুজরাটের মোট ১৮২টি আসনের ভোট গণনা ৮ ডিসেম্বর একসঙ্গে হবে বলে জানা যাচ্ছে ল। নির্বাচন কমিশন আরও জানিয়েছে গুজরাটে মোট ভোটার সংখ্যা ৪.৯১ কোটি। এর মধ্যে নতুন ভোটারের সংখ্যা ৪.৬১ লক্ষ।