কোন ধর্ম মেনে চলেন উরফি? জানলে অবাক হবেন আপনিও

Published On:

উরফি জাভেদ (Uorfi Javed) নাম তো শুনা হোগা। নিজের অত্যাধুনিক স্টাইলিং এর জন্য খ্যাত উরফি (Uorfi Javed)। প্রত্যেক সপ্তাহে নিজের ডিজাইন করা একটি করে পোশাক তৈরি করেন তিনি। সেগুলি পরে পাপারাৎজিদের সামনে আসেন উরফি। তাঁর এই অত্যাধুনিক স্টাইলিশ পোশাক নজর কারে সাধারণ মানুষের। তবে তাঁর এই স্টাইল নিয়েও একাধিক কথা শুনতে হয় তাঁকে। এবার এই জনপ্রিয় তারকা অ্যামাজন প্রাইম ভিডিওতে আট পর্বের একটি সিরিজ বের করেছেন।

এই সিরিজটির মূল কাহিনি উরফি। ৩০ মিনিটের প্রতিটি পর্ব, ঠিক যেমন কিপিং আপ দ্য কারদাশিয়ানস কিম কারদাশিয়ানের উপর ভিত্তি করে ছিল। উরফিও ভারতের কিম কার্দাশিয়ান। উরফি এই শোতে একথা বলেছেন নিজেই। যখন প্রাইম ভিডিওতে এই শোটির ট্রেলার এসেছিল, তখন লোকেরা কমেন্ট সেকশনে বলেছিল যে ‘অ্যামাজনের লেভেল এত কমে গিয়েছে?’

Uorfi Javed

নিজের অত্যাধুনিক স্টাইলিং এর জন্য খ্যাত উরফি (Uorfi Javed)

নিজের পোশাকের জন্য হামেশাই চর্চায় থাকেন উরফি। সম্প্রতি এই সিরিজের প্রোমোশনের জন্য উরফি একটা ড্রেস পড়েন। আর তারপর সবার সামনে সেই ড্রেসে আগুন ধরিয়ে দেন। প্রত্যেকেই চমকে যায় তাঁর এই কাণ্ড দেখে। তবে তাতে উরফির কোনও ক্ষতি হয়নি। এটি ছিল তাঁর প্রচারের একটি উপায় মাত্র।

প্রসঙ্গত, এই সিরিজ নিয়ে কথা বলতে এক সাক্ষাৎকারে পৌঁছন তিনি। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়, তিনি কোন ধর্ম মানেন? উত্তরে উরফি বলেন, ‘ আমি কোনও একটা ধর্ম মানি না। আমি সব ধর্মই মানি। আমি কোরানও পড়ি আবার গীতাও পড়ি। ছোট থেকেই এই দুই বই পড়েই বড় হয়েছি আমি। তাই আমি সব ধর্মকেই সমান সন্মান করি।’

Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

X