মাধ্যমিকের মেধাতালিকায় জ্বলজ্বল করছে জেলার নাম, কোন জেলায় কোন স্কুলগুলি সেরার সেরা? দেখুন তালিকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : যত দিন যাচ্ছে রাজ্যের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আসছে। আইসিএসসি, সিবিএসসি বোর্ডে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে। একই ভাবে রাজ্যে সরকারি এবং সরকারি অনুমোদনপ্রাপ্ত স্কুলগুলির থেকে মুখ ফেরাচ্ছেন অভিভাবকরা। এবারের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Result 2025) ফলাফলই বলে দিচ্ছে, রাজ্যের অনেক নামী সরকারি স্কুল জায়গা করতে পারেনি মেধাতালিকায়। যদিও জেলার বেশ কিছু স্কুলের নাম জায়গা করে নিয়েছে মেধাতালিকায়। কোন কোন স্কুল থেকে এবার কৃতীরা জায়গা পেলেন মেধাতালিকায়?

মাধ্যমিকে (Madhyamik Result 2025) এবারও জেলার জয়জয়কার

প্রতিবারই জেলার থেকে মেধাতালিকায় (Madhyamik Result 2025) এক থেকে দশের মধ্যে নাম থাকে। এবার বাঁকড়ার বিষ্ণুপুর হাইস্কুল থেকে উঠে এসেছে দ্বিতীয় স্থানাধিকারীর নাম, সৌম্য পাল। তৃতীয় স্থানে জায়গা পাওয়া ঈশানী চক্রবর্তী সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল, মিশন গার্লস স্কুল, গোরাসোল মুরলীধর হাইস্কুল, কংসাবতী শিশু বিদ্যালয় থেকে কৃতীদের নাম রয়েছে মেধাতালিকায়।

Which schools of districts got into mert list of madhyamik result 2025

কোন স্কুলগুলি জায়গা করল মেধাতালিকায়: দক্ষিণ চব্বিশ পরগণায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে পঞ্চম এবং অষ্টম স্থানে রয়েছে দুই কৃতী। পাশাপাশি সারদা বিদ্যাপীঠ, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির, মজিলপুর জে এম ট্রেনিং স্কুলের পড়ুয়াদের নাম রয়েছে মেধাতালিকায় (Madhyamik Result 2025)। জেলার মধ্যে পূর্ব মেদিনীপুরে মাধ্যমিকে পাশের হার বেশি। এই জেলা থেকে বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন, কন্টাই মডেল ইনস্টিটিউশন, তমলুক হ্যামিলটন হাইস্কুল, ধ্যানশ্রী কেসি হাইস্কুল, মহিষাদল রাজ হাইস্কুলের নাম রয়েছে এবারের মেধাতালিকায়।

আরো পড়ুন : ‘যতক্ষণ না শহিদদের ঋণ শোধ হচ্ছে আমরা ব্যক্তিগত আনন্দ করতে পারি না’, দিলীপ প্রসঙ্গে স্পষ্ট জবাব শুভেন্দুর

পশ্চিমবঙ্গ বোর্ডের স্কুলগুলি ভালো ফল করেছে: হুগলী জেলার কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল, গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন, ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন, চিলাডাঙি রবীন্দ্র বিদ্যাপীঠ, জঙ্গিপাড়া বালিকা বিদ্যালয় থেকে মোট ছয় জনের নাম জায়গা করে নিয়েছে মেধাতালিকায় (Madhyamik Result 2025)। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের নিরোল হাইস্কুলের ছাত্র এবার চতুর্থ স্থান দখল করেছে মাধ্যমিকে। এছাড়াও বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস স্কুল, কাঁকুড়িয়া দেশবন্ধু হাইস্কুল, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল থেকেও পড়ুয়ারা ভালো ফল করেছে।

আরো পড়ুন : কেরলে আন্তর্জাতিক মানের বন্দর উদ্বোধন, অনুষ্ঠান মঞ্চে হাজির মোদী-থারুর, জল্পনা উসকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?

বীরভূমের জিতেন্দ্র বিদ্যাভবন, নব নালন্দা শান্তিনিকেতন, দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস, গিরিজোর সান্থাল হাইস্কুল থেকে মাধ্যমিকের মেধাতালিকায় জায়গা করেছে কৃতী ছাত্রছাত্রীরা। এবারে মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র। এছাড়াও জয়েনপুর হাইস্কুল, টার্গেট পয়েন্ট স্কুল, মোজামপুর গার্লস হাইস্কুল থেকে ভালো ফল করেছে পড়ুয়ারা। উত্তর দিনাজপুরের করোনেশন হাইস্কুল থেকে প্রথম এবং দশম স্থানে রয়েছে দুই ছাত্র।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X