তিনটি নতুন মেগার ধাক্কা, ওলটপালট সব স্লট, কোনটা কখন দেখবেন?

বাংলাহান্ট ডেস্ক : নতুন সিরিয়াল (Serial) শুরুর ক্ষেত্রে এই মুহূর্তে এগিয়ে রয়েছে জি বাংলা। নতুন নতুন ধারাবাহিক যেমন শুরু হচ্ছে এই চ্যানেলে, তেমনি বেশ কিছু পুরনো সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে। একসঙ্গে তিনটি সিরিয়াল (Serial) শুরু হচ্ছে জি বাংলায়। আবার তেমনি বন্ধ হয়ে যাচ্ছে তিনটি ধারাবাহিক। বদল হচ্ছে স্লট। কখন কোন স্লটে আসছে নতুন সিরিয়ালগুলি (Serial)।

প্রকাশ্যে তিন সিরিয়ালের (Serial) প্রোমো

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল নতুন সিরিয়ালগুলি (Serial) নিয়ে। অবশেষে সামনে এসেছে তিন ধারাবাহিকের প্রোমো। সঙ্গে প্রকাশ করা হয়েছে টাইম স্লটও। পরপর দুই সপ্তাহে দুটি ধারাবাহিক (Serial) শুরু হচ্ছে জি বাংলায়। ‘দুগ্গামণি ও বাঘমামা’ শুরু হচ্ছে আগামী ৩ রা মার্চ থেকে। অন্যদিকে ‘চিরদিনই তুমি যে আমার’ শুরু হতে চলেছে আগামী ১০ ই মার্চ থেকে।

Which serial to watch when on zee bangla

কখন কোন সিরিয়াল দেখা যাবে: শিশুকেন্দ্রিক সিরিয়াল (Serial) ‘দুগ্গামণি ও বাঘমামা’ সম্প্রচারিত হতে চলেছে রাত সাড়ে নটার স্লটে। তার পরের সপ্তাহেই ১০ ই মার্চ থেকে শুরু হচ্ছে দু দুটি সিরিয়াল (Serial)। সন্ধ্যা ছটার স্লটে জায়গা করে নিয়েছে ‘তুই আমার হিরো’ আর তারপরেই সাড়ে ছটার স্লটে আসতে চলেছে ‘চিরদিনই তুমি যে আমার’।

আরো পড়ুন : প্রোমোতেই “ধুন্ধুমার” ধামাকা! জোড়া সিরিয়াল শুরু হচ্ছে একদিনে, কোন স্লট দখল হল?

শেষ হচ্ছে কোন ধারাবাহিক: ছটার স্লটে বর্তমানে সম্প্রচারিত হচ্ছে ‘নিম ফুলের মধু’। যদিও সদ্য শেষ হয়েছে ধারাবাহিকটি (Serial)। আগামী ৯ ই মার্চ শেষ সম্প্রচার হতে চলেছে এই সিরিয়ালের। তারপরেই শুরু হবে দিতিপ্রিয়া-জিতুর ধারাবাহিক। অন্যদিকে সাড়ে ছটার স্লটে বর্তমানে সম্প্রচারিত হচ্ছে ‘আনন্দী’। তবে এই সিরিয়ালের (Serial) নতুন স্লট এখনো দেওয়া হয়নি চ্যানেলের তরফে।

আরো পড়ুন: মধ্যবিত্তের পকেটে ফের পড়বে টান! এক ধাক্কায় বাড়ল LPG সিলিন্ডারের দাম

রাত সাড়ে নটার স্লট থেকে দুগ্গামণির জন্য ‘মিঠিঝোরা’কে সরিয়ে দেওয়া হয়েছে দশটা পনেরোর স্লট। সেখানে বন্ধ হচ্ছে ‘মালা বদল’। তবে যেহেতু আনন্দীর নতুন স্লট এখনো দেওয়া হয়নি, সেহেতু এই ধারাবাহিক শেষের জল্পনা রয়েছে অব্যাহত। তবে বিকেলের স্লটে ‘অমর সঙ্গী’ শেষের গুঞ্জনও শোনা যাচ্ছে। শেষমেষ কোন সিরিয়াল শেষ করা হয় চ্যানেলের তরফে সেটাই দেখার অপেক্ষা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর