হাড্ডাহাড্ডি টক্কর জগদ্ধাত্রী-নিম ফুলের মধ্যে, সেরা নায়িকার পুরস্কার ছিনিয়ে নিলেন কে!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : জি বাংলার সোনার সংসার নিয়ে আগ্রহ তুঙ্গে দর্শকদের। প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই উত্তেজনা বেড়েছিল সকলের। কারণ এবার জি বাংলার সোনার সংসারের (Serial) থিম বেশ অন্য রকম। প্রতি বারের মতো বাঙালিয়ানা নয়, এবারে জি বাংলা চ্যানেলের ২৫ তম জন্মবার্ষিকী উদযাপন হতে চলেছে সোনার সংসারের মঞ্চে।

জি বাংলা সোনার সংসারে (Serial) কারা পেলেন অ্যাওয়ার্ড

সদ্য ১৫ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল অ্যাওয়ার্ড শো। এই উপলক্ষে তারকাদের ঢল নেমেছিল অনুষ্ঠানে। ইতিমধ্যেই তারকাদের সাজসজ্জার বেশ কিছু ছবি, ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তেমনি কানাঘুষো শোনা যাচ্ছে অ্যাওয়ার্ড প্রাপকদের তালিকা নিয়েও। কারা কারা পেলেন এবারে পুরস্কার?

which-serial won most awards in zee bangla sonar sansar

কে হলেন সেরা ভিলেন: গুঞ্জন বলছে, এবারের সোনার সংসারে প্রিয় জা হয়েছে নিম ফুলের মধুর (Serial) মৌমিতা, সেরা ননদ বর্ষা। সেরা খলনায়িকা ইশা এবং ফুলকির শালিনী আর মিঠিঝোরার নীলু। প্রিয় বউ ফুলকি আর অমর সঙ্গীর শ্রী। অমর সঙ্গী থেকেই প্রিয় ছেলের পুরস্কার উঠেছে রাজের হাতে। এছাড়াও পেয়েছে কোন গোপনে মন ভেসেছের অনিকেত।

আরো পড়ুন : সিরিয়াল শেষের গুঞ্জন, ধারাবাহিক বাঁচাতে গল্পই বদলে দিল স্টার জলসা!

নতুনদের টক্কর পুরনোদের: খবর বলছে, প্রিয় জামাই হয়েছে পুবের ময়নার (Serial) রোদ্দুর। প্রিয় ভিন্ন স্বাদের চরিত্রের অ্যাওয়ার্ড পেয়েছে কোন গোপনের মন্দার এবং নিম ফুলের মধুর অখিলেশ। এছাড়াও জগদ্ধাত্রীর কৌশিকীও এই তালিকায় রয়েছে বলে খবর। প্রিয় বউমার অ্যাওয়ার্ড পেয়েছে কোন গোপনের শ্যামলী। জানা গিয়েছে, নতুন সিরিয়াল (Serial) ‘মিত্তির বাড়ি’ও বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছে। প্রিয় স্বামীর পুরস্কার পেয়েছে ধ্রুব, প্রিয় মেয়ে জোনাকি। এছাড়াও পরিণীতার পারুলও পেয়েছে প্রিয় মেয়ের পুরস্কার। খবর বলছে, এবারের সোনার সংসারে প্রিয় স্বামী হিসেবে ধ্রুবর সঙ্গে পুরস্কার শেয়ার করেছে ফুলকির রোহিত।

আরো পড়ুন : সর্বনাশ! এবার এই দুই ব্যাঙ্কের ওপর কড়া অ্যাকশন RBI-র, আপনার অ্যাকাউন্ট নেই তো?

এবারে প্রিয় মা এবং বাবা হয়েছে মিঠিঝোরায় রাইয়ের মা এবং পুবের ময়নায় ময়নার বাবা। পুরস্কার পেয়েছেন রায়ান ওরফে উদয় প্রতাপ সিংও। তবে তিনি কোন ক্যাটেগরিতে পেয়েছেন তা স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, এবারে প্রিয় জুটির পুরস্কার উঠেছে আদিদেব-আনন্দী এবং জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর হাতে। সেরা নায়িকা (Serial) হিসেবে উঠে আসছে জগদ্ধাত্রী এবং পর্ণার নাম। সেরা পরিবার নিম ফুলের দত্ত পরিবার। জি ফাইভের সবথেকে জনপ্রিয় সিরিয়ালও তারাই হয়েছে বলে খবর। অন্যদিকে টেলিভিশনে সেরা ধারাবাহিক হয়েছে জগদ্ধাত্রী।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X