বাংলাহান্ট ডেস্ক: টেলিভিশনের একগুচ্ছ চ্যানেল আর সেই সব চ্যানেল নিয়ে পঞ্চাশের অধিক সিরিয়াল (Serial)। দর্শকদের বিচারে টিআরপির (TRP) নিরিখে ভাগ্য নির্ধারিত হয় প্রতিটি সিরিয়ালের। এই টিআরপি যে কতটা গুরুত্বপূর্ণ তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। নম্বর কমলে ঘাড়ে কোপ পড়তেও বেশি সময় লাগে না। জনপ্রিয় সিরিয়ালও মাস ঘুরতেই বন্ধের মুখ দেখে।
মূলত টিআরপি তালিকার প্রথম স্থানটি ঘিরেই যাবতীয় জল্পনা কল্পনা। মাঝে কিছুদিন বাংলা সেরার স্থান হাতছাড়া হয়েছিল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’র। কখনো জগদ্ধাত্রী, কখনো গৌরী এলোর দখলে ছিল প্রথম স্থান। কিন্তু গল্পে নতুন নতুন টুইস্ট এনে ফের সিংহাসন নিজের জিম্মায় ফেরত এনেছে দীপা। এ সপ্তাহে ৭.৮ নম্বর নিয়ে বেঙ্গল টপার হয়েছে অনুরাগের ছোঁয়া।
অন্যদিকে এক সময়ের বাংলা সেরা সিরিয়ালের অবস্থা এখন তথৈবচ। জি বাংলার টপার জগদ্ধাত্রী ওরফে জ্যাস স্যান্যালের থেকে মুখ ফিরিয়েছেন দর্শকরা। মূল গল্প থেকে সরে গিয়ে কার্যত নিজের পায়েই কুড়ুল মেরেছেন নির্মাতারা। দু নম্বরেও জায়গা হয়নি এই সিরিয়ালের। মাত্র ৬.৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে এসেছে জগদ্ধাত্রী।
দু নম্বরে রয়েছে জি এরই আরেক সিরিয়াল গৌরী এলো। ট্রোল হওয়া সত্ত্বেও প্রথম থেকেই ভাল টিআরপি তুলে আসছে এই সিরিয়াল। অতি সম্প্রতি ‘ফুলকি’কে জায়গা দিতে সন্ধ্যা সাড়ে সাতটার স্লট থেকে সরিয়ে ছটার স্লটে ফেলা হয়েছে গৌরীকে। স্লট বদলের আগে সিরিয়ালের শেষ টিআরপি উঠেছে ৭.১।
চার নম্বর নিজের দখলে রেখেছে ‘নিম ফুলের মধু’র পর্ণা। জমাটি গল্প দিয়ে দর্শকদের বুঁদ করে রেখেছে এই সিরিয়াল। তাই প্রথম থেকেই বরাবর প্রথম পাঁচে জায়গা করে আসছে এই ধারাবাহিক। এ সপ্তাহে নিম ফুলের মধু তুলেছে ৬.১ পয়েন্ট। তবে বড় চমকটা রয়েছে পাঁচ নম্বরে। বাংলা মিডিয়ামের সঙ্গে হরগৌরী পাইস হোটেলও উঠে এসেছে সেরা পাঁচে। দুই সিরিয়ালেরই প্রাপ্ত নম্বর ৫.৯।
মিঠাই শেষ হয়ে গিয়েছে গত ৯ জুন। শেষ সপ্তাহেও তেমন কিছু টিআরপি বাড়েনি প্রাক্তন রেকর্ডধারী বেঙ্গল টপারের। ২.৭ পয়েন্ট নিয়ে ছোটপর্দা থেকে বিদায় নিয়েছে সিড মিঠাই। বাকিরা কে কোথায় রয়েছে দেখে নিন ঝটপট-
রইল সেরা দশের টিআরপি তালিকা-
অনুরাগের ছোঁয়া- ৭.৮ (প্রথম)
গৌরী এলো- ৭.১ (দ্বিতীয়)
জগদ্ধাত্রী- ৬.৮ (তৃতীয়)
নিম ফুলের মধু- ৬.১ (চতুর্থ)
বাংলা মিডিয়াম, হরগৌরী পাইস হোটেল- ৫.৯ (পঞ্চম)
রাঙা বউ- ৫.৬ (ষষ্ঠ)
পঞ্চমী, এক্কা দোক্কা, মেয়েবেলা- ৫.০ (সপ্তম)
কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ- ৪.৯ (অষ্টম)
তুঁতে- ৪.৫ (নবম)
সোহাগ জল- ৪.৪ (দশম)
দেখে নিন সেরা পাঁচ হিন্দি সিরিয়ালের টিআরপি-
অনুপমা- প্রথম (৩.১)
ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়, গুম হ্যায় কিসিকে পেয়ার মে- দ্বিতীয় (২.১)
ইয়ে হ্যায় চাহাতে- তৃতীয় (১.৯)
ইমলি- চতুর্থ (১.৮)
ফালতু- পঞ্চম (১.৭)