বাংলা হান্ট ডেস্ক: এবার একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান সামনে এসেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতে (India) মাথাপিছু ডিপোজিট অর্থাৎ আমানতের নিরিখে শীর্ষ ১০ টি রাজ্যের মধ্যে জায়গা করে নিয়েছে গুজরাট (Gujarat)। ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত ওই রাজ্যে মাথাপিছু সঞ্চয়ের হার ছিল ৯৭,০০০ টাকা।
এদিকে এই তালিকায় শীর্ষ ১০ টি রাজ্যের মধ্যে গুজরাট নবম স্থানে রয়েছে বলেও জানা গিয়েছে। তবে বেশ কয়েকটি ছোট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মাথাপিছু আমানতের পরিমাণ বেশি হলেও দেশের প্রধান রাজ্যগুলির মধ্যে গুজরাট নবম স্থানে রয়েছে।
পাশাপাশি জানা গিয়েছে, এই তালিকায় গুজরাটের আগে যে রাজ্যগুলি রয়েছে সেগুলি হল দিল্লি (৩.৯৪ লক্ষ টাকা), গোয়া (৩.৯২ লক্ষ টাকা), হরিয়াণা (১.৬৪ লক্ষ টাকা), পাঞ্জাব (১.৫১ লক্ষ টাকা), কর্ণাটক (১.২৬ লক্ষ টাকা), উত্তরাখন্ড (১.২৪ লক্ষ টাকা), মহারাষ্ট্র (১.২৪ , লক্ষ টাকা) এবং কেরালা (১.০২ লক্ষ টাকা)।
এমতাবস্থায়, ব্যাঙ্কাররা জানিয়েছেন যে, বেশ কয়েকটি PSUs এবং কর্পোরেট সংস্থার কারণে রাজ্যগুলির আমানতের পরিমাণ তুলনামূলকভাবে শক্তিশালী। এই প্রসঙ্গে একটি শীর্ষস্থানীয় ব্যাঙ্কিং সেক্টরের সূত্র জানিয়েছে যে, “গুজরাটে বেশ কয়েকটি পাবলিক সেক্টর আন্ডারটেকিং (PSUs) এবং বড় কর্পোরেট সংস্থা রয়েছে। এগুলিই বিপুল সংখ্যক ব্যাঙ্ক ডিপোজিট অর্থাৎ আমানতের দিকে পরিচালিত করে।”
পাশাপাশি আরও জানানো হয়েছে, “সেখানকার মানুষের উদ্যোগী মনোভাব এবং আর্থিক অন্তর্ভুক্তির ফলে বেশি সংখ্যক অ্যাকাউন্টের পাশাপাশি ব্যাঙ্কগুলিতে ডিপোজিটের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।” এদিকে, গুজরাটের রাজ্যস্তরের ব্যাঙ্কার কমিটির রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন ব্যাঙ্কগুলিতে মোট ডিপোজিট তথা আমানতের পরিমাণ ১০.৭৬ লক্ষ কোটি টাকা।
পাশাপাশি, আর্থিক প্রকল্পের আওতায় সেই রাজ্যে বিপুল হারে জন ধন অ্যাকাউন্টও খোলা হয়েছে। তবে, সামগ্রিকভাবে আমানতের ক্ষেত্রে গুজরাট কেন অন্যান্য রাজ্যের তুলনায় পিছিয়ে রয়েছে এই প্রশ্নের উত্তরে এক আর্থিক উপদেষ্টা জানান, “গুজরাটের ‘ফাইন্যান্সিয়াল লিটারেসি’ ভালো জায়গায় রয়েছে এবং জনগণের সম্পদের একটি বড় অংশ ইক্যুইটি, মিউচুয়াল ফান্ড এবং বুলিয়ানের মতো অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের জন্য অগ্রসর হয়।”
তাই, এটি মাথাপিছু ডিপোজিট তুলনামূলকভাবে কম হওয়ার ক্ষেত্রে একটি কারণ হতে পারে। এদিকে গত ৩১ মে পর্যন্ত গুজরাটের মিউচুয়াল ফান্ডগুলি ২.৯৩ লক্ষ কোটি টাকার সম্পদ পরিচালনা করেছে। যেটি বিনিয়োগের ক্ষেত্রে বৈচিত্রের বিষয়টিকেই উপস্থাপিত করে।