বাংলা হান্ট ডেস্ক: T20 বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup) এখন চলছে সুপার এইট পর্বের খেলা। যেখানে গ্রুপ ২-এর খেলা ইতিমধ্যেই শেষ হলেও গ্রুপ ১-এর ছবিটা এখনও স্পষ্ট নয়। যদিও, গ্রুপ ১-এ সেমিফাইনালের লড়াইতে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত (India)। তবে, সামগ্রিকভাবে দেখতে গেলে এখনও পর্যন্ত এই লড়াইতে টিকে রয়েছে চারটি দলই। এমন পরিস্থিতিতে বর্তমান প্রতিবেদনে আজ আমরা উপস্থাপিত করব ভারত সেমিফাইনালে উঠলে রোহিত বাহিনীদের সম্ভাব্য কাদের বিরুদ্ধে খেলতে হবে সেই বিষয়টি। এর পাশাপাশি, কবে এবং কোথায় সেমিফাইনালের ম্যাচ সম্পন্ন হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্যও উপস্থাপিত করা হল।
প্রথমেই জানিয়ে রাখি যে, নিয়ম অনুযায়ী গ্রুপ ১-এর প্রথম স্থানে থাকা দল গ্রুপ ২-এর দ্বিতীয় স্থানে থেকে দলের বিরুদ্ধে প্রথম সেমিফাইনাল খেলবে। পাশাপাশি, গ্রুপ ১-এর দ্বিতীয় স্থানে থাকা দল সেমিফাইনালে মুখোমুখি হবে ২-এর প্রথম স্থানে থাকা দলটির সাথে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৭ জুন ভারতীয় সময় সকাল ৬ টায় বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচটি সম্পন্ন হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে।
এদিকে, ওই একই দিনে ভারতীয় সময় অনুযায়ী রাত ৮ টা থেকে গায়ানায় সম্পন্ন হবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। এমতাবস্থায় আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, সুপার এইট পর্বের গ্রুপ ২-এর প্রথম স্থানে থাকা দল হিসেবে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে উঠেছে। এর পাশাপাশি, ওই গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে ইংল্যান্ড।
আরও পড়ুন: বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর! এবার রাজ্য জুড়ে “বাংলার শাড়ি”-র আউটলেট, কলকাতার কোথায় থাকছে দোকান?
অর্থাৎ নিয়ম অনুযায়ী এবারে গ্রুপ ১-এর দ্বিতীয় স্থানে থাকা দলটির সাথে সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এর পাশাপাশি, ইংল্যান্ড সেমিফাইনাল পর্বে খেলবে গ্রুপ ১-এর প্রথম স্থানে থাকা দলটির সাথে। এমন পরিস্থিতিতে, টিম ইন্ডিয়া যদি সুপার এইটের পর্বটি গ্রুপ ১-এর প্রথম স্থান থেকে শেষ করে সেক্ষেত্রে তারা সেমিফাইনাল খেলতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে। এদিকে, রোহিত বাহিনী যদি গ্রুপ ১-এর দ্বিতীয় স্থানে থেকে যায় সেক্ষেত্রে তারা সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে।
আরও পড়ুন: সন্দেশখালি ঘটনার পুনরাবৃত্তি! NET প্রশ্ন ফাঁসের তদন্তে গিয়ে CBI আধিকারিকদের মারধর করল গ্রামবাসী
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারত যদি সেমিফাইনাল পর্বে ওঠে সেক্ষেত্রে আগে থেকেই ঠিক করা রয়েছে যে তারা দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে। অর্থাৎ, নির্ধারিত সূচি অনুযায়ী সেমিফাইনাল পর্বে ভারতের খেলা হবে আগামী ২৭ জুন রাত্রি ৮ টা থেকে। ওই ম্যাচটি সম্পন্ন হবে গায়ানায়। এমতাবস্থায়, ভারত যদি গ্রুপ ১-এর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠে সেক্ষেত্রে তারা স্পষ্টতই দ্বিতীয় সেমিফাইনাল খেলবে। কিন্তু, তারা যদি গ্রুপ ১-এর প্রথম দল হিসেবে সেমিফাইনালে খেলে সেক্ষেত্রেও বদলাবে না টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ। তবে, পাল্টে যাবে ম্যাচের ভেন্যু। সেক্ষেত্রে ওই ম্যাচটি খেলা হবে ত্রিনিদাদে। অপরদিকে, ত্রিনিদাদের ম্যাচটি সম্পন্ন হবে গায়ানায়।