আর নয় LSG! IPL-এ এবার কোন দলে যোগ দেবেন রাহুল? নিজেই দিলেন বড় প্রতিক্রিয়া

বাংলা হান্ট ডেস্ক: আগামী বছরের IPL অর্থাৎ IPL ২০২৫-এর আগে সম্পন্ন হতে চলা মেগা নিলামের বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যেখানে, কিছু বড় তারকা প্লেয়ারের দিকে সবার নজর রয়েছে। পাশাপাশি, তাঁরা নিজেদের পূর্বের দল ছেড়ে আদৌ নতুন কোনও দলের সাথে যুক্ত হবেন কিনা এই বিষয়ে শুরু হয়েছে জল্পনা। এদিকে, কিছুদিন ধরেই বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে যে, লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক তথা ভারতের তারকা ব্যাটার কেএল রাহুল (KL Rahul) এবার অন্য কোনও দলের অংশ হতে পারেন।

রাহুল (KL Rahul) বাড়ালেন জল্পনা:

এমন পরিস্থিতিতে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে তাঁর যোগদান ঘিরে জল্পনা চলছে। এদিকে, ইতিমধ্যেই এই বিষয়টির পরিপ্রেক্ষিতে রাহুলের (KL Rahul) প্রতিক্রিয়াও সামনে এসেছে। যেটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। জানিয়ে রাখি যে, কেএল রাহুল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে তাঁর IPL কেরিয়ার শুরু করেন এবং কয়েক মরশুম ধরে তিনি ওই দলের সাথে ছিলেন। এদিকে, ২০১৮ সালে তিনি RCB থেকে বেরিয়ে পাঞ্জাব কিংসের সাথে যুক্ত হন।

   

আরও পড়ুন: এবার এই দেশে বিদ্যুতের ব্যবসা করবেন আদানি! ৫,৪৩৫ কিমি দূর থেকে মিলল মোটা অঙ্কের প্রোজেক্ট

এরপরে, তিনি (KL Rahul) IPL ২০২২-এ লখনউ সুপার জায়ান্টসের সাথে চুক্তিবদ্ধ হন এবং ওই দলের অধিনায়কও হন। রাহুল LSG-র সাথে প্রথম মরশুমে ৬০০-র বেশি রান করেছিলেন এবং দলকে প্লে-অফে পৌঁছনোর ক্ষেত্রে সফল হন। এদিকে দ্বিতীয় মরশুমেও লখনউ প্লে-অফের যোগ্যতা অর্জনে সফল হয়েছিল।

আরও পড়ুন: “ভুল বোঝাবুঝি হয়েছে দূর”! ভারত-মলদ্বীপ প্রসঙ্গে এবার বড় প্রতিক্রিয়া দ্বীপরাষ্ট্রের এই মন্ত্রীর

LSG কি রাহুলকে ছেড়ে দেবে: তবে, চলতি বছরের IPL কেএল রাহুলের (KL Rahul) দলের জন্য খুব একটা ভালো ছিল না। পাশাপাশি, প্লে-অফেও লিগ পর্যায়ে বাদ পড়ে ওই দল। রাহুল ৫০০-র বেশি রান করলেও তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের পরে, দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা মাঠেই রাহুলের ওপর ক্ষুব্ধ হন। যে ভিডিও তোলপাড় করে দিয়েছিল সোশ্যাল মিডিয়া।  তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল যে রাহুলকে রিলিজ করা হতে পারে বা তিনি নিজেই অন্য কোনও দলের অংশ হতে পারেন। তবে, কিছুদিন আগে গোয়েঙ্কাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি রাহুলকে তাঁর “পরিবার” হিসেবে বিবেচিত করেন।

কি জানিয়েছেন রাহুল: এই জল্পনার মধ্যে, কেএল রাহুলের (KL Rahul) একটি ভিডিও ভাইরাল হয়েছে।  যেখানে একজন অনুরাগী তাঁকে RCB-তে সম্ভাব্য প্রত্যাবর্তন সম্পর্কে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এবং তারপর রাহুল এই প্রশ্নের উত্তর দিয়েছেন। আর এই উত্তরই বাড়িয়ে দিয়েছে জল্পনা। ওই অনুরাগী জানান, “আমি RCB-র একজন বড় ভক্ত। আমি অনেক দিন ধরে RCB-কে ফলো করছি, এবং আপনি আগেও বেঙ্গালুরুতে খেলেছেন, এখন অবশ্যই গুজব রয়েছে। আমি শুধু কামনা করছি এবং প্রার্থনা করছি যে আপনি RCB-তে এসে এখানে খেলুন।” এর জবাবে রাহুল জানিয়েছেন যে, তিনিও আশা করছেন যাতে এই ঘটনা ঘটে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর