বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League)-এ ফাইনালে মুখোমুখি হবেন কারা? এই নিয়েই এখন চলছে তুমুল জল্পনা। ইতিমধ্যেই ফাইনালে KKR (Kolkata Knight Riders) নিজেদের স্থান পাকা করে ফেললেও আরেকটি দল কোনটি হবে সেই দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বুধবারে IPL-এ এলিমিনেটর ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)এবং রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)।
ওই ম্যাচে RCB-কে হারিয়ে দিয়েছে RR। এমতাবস্থায়, পরবর্তী সূচি অনুযায়ী, কোয়ালিফায়ার ২-এ এবার মুখোমুখি হতে চলেছে রাজস্থান এবং হায়দ্রাবাদ। এই দ্বিতীয় কোয়ালিফায়ার সম্পন্ন হবে আগামী ২৪ মে। যেটি অনুষ্ঠিত হবে চেন্নাইতে। তবে, এই ম্যাচের আগে দুই দলের সমর্থকদের মধ্যেই বৃষ্টি নিয়ে চিন্তা রয়েছে। এমতাবস্থায়, যদি বৃষ্টির কারণে এই ম্যাচ বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কোন দল ফাইনালে পৌঁছবে? চলুন, বর্তমান প্রতিবেদনে জেনে নেওয়া যাক এই প্রশ্নের উত্তর।
প্রথমেই জানিয়ে রাখি যে, আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আগামী শুক্রবার চেন্নাইয়ের আবহাওয়া পরিষ্কার থাকার কথা। এমতাবস্থায়, বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও যদি বৃষ্টি হয় এবং এই অতি গুরুত্বপূর্ণ ম্যাচটি ৫ ওভারও খেলা না হয় সেক্ষেত্রে তা বাতিল হিসেবে বিবেচিত হবে। আর এমনটা যদি হয় সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দলই পৌঁছে যাবে ফাইনালে।
অর্থাৎ, রাজস্থানের পরিবর্তে সেক্ষেত্রে ফাইনালে পৌঁছে যাবে হায়দ্রাবাদ।
আরও পড়ুন: এবার সস্তা হবে পেট্রোল-ডিজেল, সরকারকে “সাহায্য” করবেন স্বয়ং আম্বানি! সামনে এল বিরাট প্ল্যান
কারণ, নেট রান রেটের পরিপ্রেক্ষিতে রাজস্থানের চেয়ে হায়দ্রাবাদ এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে ফাইনাল পর্বে KKR-এর মুখোমুখি হতে পারবে প্যাট কামিন্সের দল। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পরিসংখ্যান অনুযায়ী সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস এখনও পর্যন্ত IPL-এ মোট ১৯ বার মুখোমুখি হয়েছে। যেখানে হায়দ্রাবাদ জিতেছে ১০ টি ম্যাচ। অপরদিকে রাজস্থান জিতেছে ৯ টি। এমতাবস্থায়, আগামী শুক্রবার কোন দল জিতে ফাইনালে টিকিট কনফার্ম করে সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট অনুরাগীরা।
আরও পড়ুন: নিয়মে হচ্ছে বড়সড় বদল! এবার RTO-তে দিতে হবে না পরীক্ষা, কিভাবে মিলবে ড্রাইভিং লাইসেন্স?
দুই দলের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন:
সানরাইজার্স হায়দ্রাবাদ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, নীতিশ রেড্ডি, রাহুল ত্রিপাঠি, হেনরিক ক্লাসেন, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), সানভির সিং, ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট এবং টি নটরাজন।
রাজস্থান রয়্যালস: যশস্বী জয়সওয়াল, টম কোহলার-ক্যাডমোর, সঞ্জু স্যামসন (অধিনায়ক), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল এবং রোভম্যান পাওয়েল।