বাংলা হান্ট ডেস্কঃ মরু দেশে বিশ্বজয়ের মহাযুদ্ধের প্রথম পর্ব প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আগামী পাঁচ দিনের মধ্যেই জানা যাবে কোন কোন দল পৌঁছাবে শেষ চারের লড়াইয়ে। পরপর দুটি হারের ফলে ভারতের জন্য আশা প্রায় শেষ হয়ে গেলেও এখনো সেমিফাইনালে যাওয়ার দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, অন্যদিকে প্রথম গ্রুপ বা গ্রুপ অফ ডেথেও লড়াই এখন চরম পর্যায়ে পৌঁছেছে। একদিকে যেমন সেমিফাইনালের জন্য আসন প্রায় নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড, তেমনি অন্যদিকে মরিয়া লড়াই চালাচ্ছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকাও।
আসুন দেখে নেওয়া যাক কোন গ্রুপ থেকে কোন কোন দলের শেষ চারে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশিঃ
গ্রুপ-১ঃ
কার্যত বিশ্বকাপের শুরু থেকেই এই গ্রুপটিকে গ্রুপ অফ ডেথ আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ এই গ্রুপে যে ৬ টি দল রয়েছে তারা প্রত্যেকেই প্রথিতযশা। যদিও এই মুহূর্তে সেমিফাইনালে পৌঁছানোর দৌড়ে সবথেকে বেশি এগিয়ে রয়েছে ইংল্যান্ড। নিজেদের চার ম্যাচ পর পর জিতে ইতিমধ্যেই ৮ পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে এই দল। এখন শেষমেশ তারা জিতুক বা হারুক সেমিফাইনাল কার্যত নিশ্চিত তাদের। এই মুহূর্তে তাদের নেট রান রেট +৩.১৮৩। তাদের শেষ ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে দক্ষিণ আফ্রিকাকে।
দ্বিতীয় স্থান দখলের লড়াই মূলত রয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যেই। এখন অস্ট্রেলিয়া যদি নিজেদের শেষ দুই ম্যাচে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে তাহলেই সেমিফাইনালের দরজা খুলে যাবে তাদের জন্য। অন্যদিকে লড়াইটা অবশ্য শক্ত হতে চলেছে দক্ষিণ আফ্রিকার জন্য, একদিকে যেমন তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের তেমনি অন্যদিকে তারা মুখোমুখি হবে বাংলাদেশের। বাংলাদেশকে হারানোর সহজ হলেও ইংল্যান্ডকে হারানোই কঠিন চ্যালেঞ্জ হবে কুইন্টন ডি ককদের জন্য।
গ্রুপ ২ঃ
একদিকে যেমন গ্রুপ ১ থেকে এই মুহূর্তে সেমিফাইনালের জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড, তেমনি গ্রুপ ২ থেকে নিজেদের শেষ চারে জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। নিজেদের চারটি ম্যাচে জয় পেয়ে গিয়েছে তারা। তবে দ্বিতীয় স্থানের জন্য মূলত লড়াই করতে হবে আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং ভারতকে। পরপর দুটি হারের জেরে ভারতের পক্ষে লড়াইটা এখন ভীষন শক্ত হয়ে গিয়েছে। কারণ তাদের নেট রান রেট -১.৬০৯। তাই যদি বড় ব্যবধানে আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়াকে না হারাতে পারে ভারতীয় দল তাহলে তাদের সেমিফাইনালে পৌঁছানোর কোনও সুযোগ থাকবে না। তবে সবচেয়ে বড় সুযোগ অবশ্যই রয়েছে নিউজিল্যান্ডের কাছে, তারা যদি আফগানিস্তানের বিরুদ্ধে জয় তুলে নিতে পারে তাহলে কার্যত তাদের শেষ চারে পৌঁছানো নিশ্চিত।