কোচবিহারে পাচার হওয়া গরু উদ্ধার করতে গিয়ে বেধড়ক মার খেলেন পুলিশকর্মীরা, আহত ১৭

বাংলাহান্ট ডেস্কঃ গরু পাচারকারীদের হাতে বেধড়ক মার খেল পুলিশ। পাচার হওয়ার হাত থেকে গরু উদ্ধার করতে গিয়ে, গরু পাচারকারীদের হাতে মার খেয়ে আহত হলেন ১৭ জন পুলিশকর্মী। পরবর্তীতে ৬ জনকে গ্রেফতার করা হয়। ঘটনার জেরে উত্তেজনা ছড়াল কোচবিহারে (coochbehar)।

ঘটনাটি ঘটে কোচবিহার জেলার মেখলিগঞ্জ (mekhliganj) থানার অন্তর্গত ২০৮ নম্বর উচ্ছলপুকুরি এলাকার নেংরিবাড়ি গ্রামে। গোপন সূত্রে ওই এলাকা থেকে গরু পাচার হওয়ার খবর পান একদল পুলিশকর্মী। তারপর সেই গরুগুলোকে উদ্ধারের জন্য গিয়ে, নিজেরাই আহত হন বলে জানা গিয়েছে।

cow 7

জানা গিয়েছে, ঘটনার দিন সন্ধ্যায় বাঁশ ও লাঠি নিয়ে পুলিশ কর্মীদের উপর হামলা করে গরু পাচারকারীরা। দল বেঁধে হামলা চালাতে, ১৭ জন পুলিশ কর্মী আহত হন বলে খবর। শুধু তাই নয়, গরু নিয়ে সেখান থেকে যাওয়ার সময়, কয়েকজন স্থানীয় মহিলা এবং গ্রামবাসীরা বাঁশ ও লাঠি নিয়ে পুলিশকর্মীদের তাড়া করে বলেও জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই হামলার ঘটনায় ১৭ জন পুলিশ কর্মী আহত হলেও, ৩৪ টি গরু তাঁরা উদ্ধার করতে পেরেছেন। উত্তেজনা ছড়াতেই বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। তবে আরও জানা গিয়েছে, পরবর্তীতে পুলিশ বাহিনী গিয়ে এই ঘটনা প্রসঙ্গে সেখান থেকে ৪ জন মহিলা ও ২ জন পুরুষকে গ্রেফতার করে।

Smita Hari

সম্পর্কিত খবর