পালাচ্ছিলেন “বউ” নিয়ে! “ছাগল চোর” বানিয়ে জামাইকে গণধোলাই দিল শ্বশুরবাড়ির লোকজন

বাংলা হান্ট ডেস্ক: নিজেরাই করে নিয়েছিলেন বিয়ে। কিন্তু, প্রেমিক-প্রেমিকার সেই বিয়ে মেনে নেননি পরিবারের সদস্যরা। এমতাবস্থায়, দুই পরিবারের সদস্যদের ডেকে সম্পন্ন হয় সালিশি সভারও। কিন্তু, সেখানেও হয়নি কোনো মীমাংসা। বরং, অবস্থা বেগতিক বুঝে সদ্য বিয়ে করা “স্ত্রী”-কে নিয়ে একটি মারুতিতে করে পালাচ্ছিলেন এক যুবক। আর সেখানেই ঘটে বিপত্তি!

পালানোর সময়েই “ছাগল চোর” বলে কার্যত তাড়া করে মারধরের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। আর এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গির সাগরপাড়া এলাকায়। অভিযোগ উঠেছে যে, ওই দম্পতি যখন পালাচ্ছিলেন ঠিক তখনই “ছাগল চোর” বলে তাড়া করে লোক জড়ো করে ওই যুবককে মারতে থাকেন শ্বশুরবাড়ির লোকজনেরা। এমনকি, সেই সময়ে রাস্তায় ও স্থানীয় বাজারে লোকসমাগম বেশি থাকায় তাঁরাও ছুটে যান মারুতিটির দিকে। পাশাপাশি, মারুতি ভাঙচুর ছাড়াও ওই যুবককে পেটাতে থাকেন তাঁরা। ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালকও।

যদিও, ওই যুবক দাবি করেছেন যে, তাঁর “বিয়ে” হয়েছে ওই যুবতীর সঙ্গে। পাশাপাশি, তাঁরা প্রাপ্তবয়স্ক হওয়ায় নিজের ইচ্ছেতেই বিয়ে করেছেন বলেও জানান তিনি। কিন্তু, ওই “বিয়ে”-র পরেই তা মানতে চাননি শ্বশুরবাড়ির লোকজন। এমনকি, তাঁদের মেয়েকে ওই যুবকের সাথে থাকতেও দেওয়া হচ্ছিলনা বলে জানা গিয়েছে।

এমতাবস্থায়, সালিশি সভাতে মীমাংসা না হওয়ায় পরিস্থিতি আঁচ করতে পেরে গত শনিবার সন্ধ্যে নাগাদ একটি মারুতিতে করে “স্ত্রী”-কে নিয়ে পালাচ্ছিলেন ওই যুবক। আর তখনই তাঁদের পিছু ধাওয়া করে যুবতীর পরিবার। পাশাপাশি, “ছাগল চোর” সাজিয়ে গণধোলাই দেওয়া হয়।

এদিকে, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পুরো বিষয়টি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই যুবতীর পরিবারের সদস্যরা পাল্টা অভিযোগ জানিয়েছেন যে, ‘‘বিয়ের প্রসঙ্গে কোনো কথা হয়নি। বরং ওই ছেলেটি আমাদের মেয়েকে অপহরণ করে পালাচ্ছিল। তাই, এলাকার লোকজন দেখতে পেয়ে বাধা দিয়েছে।” যদিও, এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর