চারটে রাজ্যে ছ’টা বউ, রয়েছে হাফ ডজন সন্তানও! কলকাতা আসার পথে ফাঁস যুবকের ‘বিবাহ অভিযান’

বাংলাহান্ট ডেস্ক : একেই হয়ত বলে ‘বিবাহ অভিযান।’ এক যুবকের চার রাজ্যে ছয় বউ। শেষমেষ এই কীর্তিমানের পর্দা ফাঁস হল। পুলিশের জালে ধরা পড়লো যুবক। অভিযুক্তকে ধরিয়ে দিলেন খোদ শ্যালক। এই যুবক যখন তাঁর এক বউয়ের সাথে সময় কাটাচ্ছিলেন সেই সময় তার অন্য বউয়ের ভাই তাকে হাতেনাতে ধরে ফেলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি বিহারের। সূত্রের খবর, এই যুবকের নাম ছোটু কুমার। পুলিশের কাছে ছোটু স্বীকার করেছে যে চার রাজ্যে তার ছয়টি বউ আছে।

ছোটু বিহারের ভারত থানার অন্তর্গত যাভাতরী গ্রামের বাসিন্দা। তাঁর প্রথম স্ত্রীর চারটি সন্তান রয়েছে। অন্য এক স্ত্রীর সাথে রয়েছে দুই সন্তান। জামুই রেলস্টেশনে এই কীর্তিমান যুবককে হাতেনাতে ধরে ফেলে তাঁরই এক শ্যালক। ছোটু এই স্টেশনে এসেছিল তাঁর অন্য এক বউয়ের সাথে ট্রেন ধরতে। ট্রেন ধরতে আসার সময় স্টেশনে হঠাৎই শ্যালকের সাথে দেখা হয়ে যায় তাঁর। এরপর রীতিমতো হইচই কান্ড শুরু হয়ে যায়। ছোটুকে পাকড়াও করে নিয়ে আসা হয় স্থানীয় থানায়। থানায় পুলিশের কাছে সে সব কথা কবুল করে নেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছোটু কলকাতায় আসার উদ্দেশ্যে এক বউকে নিয়ে সোমবার সন্ধ্যায় ট্রেন ধরতে জামুই স্টেশনে পৌঁছায়। সেখানে তাঁর পান মঞ্জু নামে এক স্ত্রীর ভাই বিকাশ উপস্থিত ছিল। অন্য মহিলার সাথে দেখতে পেয়ে বিকাশ বাড়িতে খবর দেন। এই ঘটনার পর পান মঞ্জুর মা জানিয়েছেন, ছোটুর সাথে মঞ্জুর বিয়ে হয় ২০১৮ সালে। দুটি সন্তান রয়েছে তাদের। কিন্তু ওষুধ কিনতে যাওয়ার নাম করে প্রায় বছর দেড়েক আগে বাড়ি থেকে পালিয়ে যায় ছোটু।

Marriage Arrest

বিকাশ বাবু জানিয়েছেন, তাঁর বোন ছোটুর অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। কিন্তু ছোটু ফের বিয়ে করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছোটু একটি গানের দলের সাথে গান গায়। এর ফলে সে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। সেখানে বিভিন্ন মেয়েকে টোপ দিয়ে সে বিয়ে করে। পুলিশ জানতে পেরেছে ছোটুর স্ত্রীরা ছড়িয়ে রয়েছে ছিনাওয়ারিয়া, সুন্দরকান্দ, রাঁচি, সংগ্রামপুর, দিল্লি ও দেওঘরে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর