বাংলা হান্ট ডেস্কঃ প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) বিশ্বের একমাত্র নেতা, যাকে আমেরিকার (america) রাষ্ট্রপতি কার্যালয় হোয়াইট হাউসের (the white house) অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ফলো করা হল। আপনাদের জানিয়ে দিই, দুই দিন আগেই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (donald trump) করোনার চিকিৎসায় কার্যকর ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন (Hydroxychloroquine) দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছিলেন।
আপনাদের জানিয়ে দিই, গোটা বিশ্বে মহামারীর মতো ছড়িয়ে পড়া করোনা ভাইরাস আমেরিকায় ব্যাপক প্রভাব সৃষ্টি করেছে। আর এই কারণে এখন আমেরিকার হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধের খুব দরকার। ওই ওষুধ করোনার চিকিৎসার জন্য বেশ কার্যকর প্রমাণিত হয়েছে। আর এই কারণে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ পাঠানোর আবেদন জানিয়েছিলেন।
জানিয়ে দিই, গোটা ভারতে করোনার প্রভাব বাড়ার জন্য কেন্দ্র সরকার হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধের রপ্তানি বন্ধ করে দিয়েছিল। কিন্তু, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে আর মানবতার খাতিরে ভারত সরকার ওই ওষুধের রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়ে আমেরিকা সমেত বিশ্বের অনেক কয়েকটি দেশে ওষুধ পাঠায়।
আপনাদের জানিয়ে দিই, আমেরিকার রাষ্ট্রপতি কার্যালয়ের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল মোট ১৯ জনকে ফলো করে। এখনর পর্যন্ত ভারত থেকে শুধুমাত্র প্রধানমন্ত্রী কার্যালয় আর ভারতের রাষ্ট্রপতির আধিকারিক ট্যুইটার অ্যাকাউন্টকে ফলো করা হত। এবার হোয়াইট হাউস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্যুইটার অ্যাকাউন্টকেও ফলো করা হয়ে।