নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ! কোহলি-শাস্ত্রীদের পারফরম্যান্সের পর্যালোচনা করবে সৌরভের বোর্ড।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত শুরু করেছিল ভারতীয় দল। প্রথমে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে বিরাট কোহলি ব্রিগেড, কিন্তু তারপরই ওয়ানডে এবং টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের মত লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয় ভারতীয় দলকে। আর তার পর এবার নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, এবার গাঙ্গুলীর তত্ত্বাবধানে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতের এই খারাপ পারফরম্যান্সের পর্যালোচনা করবেন।

শেষবার 2012 সালে ভারতীয় দল টেস্ট ক্রিকেটে হোয়াইটওয়াশ হয়েছিল, তারপর এই প্রথম বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল টেস্ট ক্রিকেটে হোয়াইটওয়াশ হল। শেষবার ভারত যখন হোয়াইটওয়াশ হয়েছিল সেই সময় ভারতের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল বিশ্বের সবথেকে শক্তিশালী টেস্ট দল, কিন্তু বিশ্বের এক নম্বর ওয়ান টেস্ট দল হওয়ার সত্ত্বেও ভারত কীভাবে নিউজিল্যান্ডের কাছে টেস্টে হোয়াইটওয়াশ হল এই নিয়ে উঠেছে নানান জল্পনা।

112008508e83cf6cba27f7884d6828d2320105636

এমনিতে প্রায় দিনই ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ রবি শাস্ত্রী বলেন ভারত বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেস্ট দল। বিশ্বের যেকোনো প্রান্তে গিয়ে যেকোনো দলের বিরুদ্ধে ম্যাচ জেতার ক্ষমতা রাখে ভারত তাহলে এই সিরিজে কেন এমন ভরাডুবি হল ভারতের? সেই জন্যই এবার সৌরভ গাঙ্গুলির বোর্ড কোহলিদের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করবে। সেই সাথে রিপোর্ট তলব করা হবে যারা দল নির্বাচনে প্রধান ভূমিকা পালন করেন তাদের কাছেও।


Udayan Biswas

সম্পর্কিত খবর