প্রবল চাপে সুনীল ছেত্রীরা! AFC এশিয়ান কাপে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ভোগানো দেশ ভারতের গ্রূপে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দোহায় সম্পূর্ণ হয়েছে আসন্ন এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) গ্রুপ বিন্যাস পর্ব। ভারত (Indian Football Team) কিছুটা সহজ গ্রুপের প্রত্যাশায় ছিল যাতে চার বছর আগের আফসোস কাটিয়ে পরের রাউন্ডে পৌঁছানোর পথটা কিছু তা সহজ হয়। কিন্তু সুনীল ছেত্রীদের কাজটা উল্টে আরও কঠিন হয়ে গেল। এই প্রতিযোগিতার গ্রুপ বি-তে রয়েছে ভারতীয় দল এবং তাদের প্রতিপক্ষ হিসেবে যে তিনটি দেশ রয়েছে তারা প্রত্যেকেই ফুটবলের দিক দিয়ে ভারতের চেয়ে অনেকটাই এগিয়ে।

এই গ্রুপ বিন্যাস পর্ব শেষ হবার পর দেখা গিয়েছে ভারতের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান এবং সিরিয়া। এদের মধ্যে অস্ট্রেলিয়া ২০১৫ সালে এই প্রতিযোগিতায় জয় পেয়েছিল। কয়েক মাস আগে বিশ্বকাপে তারা আর্জেন্টিনার সঙ্গে হাঁটতে হাড্ডি লড়াই করে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রায় রুখে দিয়েছিল। ফলে ভারতের লড়াই কতটা কঠিন হবে সেটা বোঝাই যাচ্ছে।

Indian football team group winners

এই মুহূর্তে ফুটবলে অস্ট্রেলিয়া ফিফা ক্রমতালিকায় ৩৮ নম্বরে রয়েছে। উজবেকিস্তান এবং সিরিয়া যথাক্রমে ৭৭ এবং ৯০ তম স্থানে রয়েছে। ভারত এর আগে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বটে তবে তা ঘটেছিল ১৯৫৬ সালের অলিম্পিকে যখন ভারতীয় দল জয় পেয়েছিল ৪-২ ফলে। শেষবার দুই দলের সাক্ষাৎ হয়েছিল এফসি এশিয়ান কাপে ২০১১ সালে যখন অস্ট্রেলিয়া ৪-০ ফলে উড়িয়ে দেয় ভারতকে।

সাক্ষাতে ভারতের বিরুদ্ধে অপরাজিত এবং ২০০১ সালে তাদের শেষবারের সাক্ষাতে ২-১ ফলে জয় পেয়েছিল তারা। সিরিয়ার সঙ্গে ভারতের রেকর্ড বাকি দুই দলের তুলনায় কিছুটা ভালো। ৬ বারের সাক্ষাতে ভারতীয় দল তিনবার জয় পেয়েছে তাদের বিরুদ্ধে। দুই দলের মধ্যে শেষ সাক্ষাৎ হয়েছিল ২০১৯ সালের ইন্টারকন্টিনেন্টাল কাপের ম্যাচে যেখানে ম্যাচটি ১-১ ফলে ড্র হয়েছিল।

ভারতীয় দল আসন্ন প্রতিযোগিতা মিলিয়ে মোট পাঁচবার মূল পর্বের জন্য যোগ্যতা অর্জন করতে পেরেছে। ১৯৬৪, ১৯৮৪ ও ২০১১-এর পর ২০১৯ এবং আসন্ন সংস্করণে প্রথমবারের জন্য ভারত টানা দুইবার এই প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করেছে। ভারতের লড়াইটা খুবই কঠিন তবে ওই টুর্নামেন্টের আগে ভারত একাধিক টুর্নামেন্ট খেলে নিজেদেরকে প্রস্তুত তার সুযোগ পাচ্ছে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর