বাংলাহান্ট ডেস্ক : অন্য সব পেশার মতো রাজনীতিতেও রয়েছে উত্তরাধিকার। ভারতের রাজনীতি যেমন বংশ পরম্পরায় রাজনীতিবিদ হতে দেখেছে, তেমনি দেখেছে শূন্য থেকে উঠে এসে দেশের মাথা হয়ে ওঠা মানুষদেরও। আর এক্ষেত্রে অন্যতম নাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকলেও রাজনীতিটা যে তিনি অন্যদের থেকে বেশ ভালোই বোঝেন, তা এতদিনে প্রমাণ করে দিয়েছেন মোদী। এই তিনে কেন্দ্রে তৃতীয় বার এল নমো সরকার। কিন্তু আগামীতে রাজনীতির সম্ভাবনাময় মুখ হিসেবে কাদের দেখছেন তিনি? তাঁর অভিজ্ঞতা কী বলছে?
রাজনীতিতে দলগঠন নিয়ে জবাব নরেন্দ্র মোদীর (Narendra Modi)
সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় নরেন্দ্র মোদীকে (Narendra Modi)। সেখানেই উঠে আসে ভবিষ্যতের রাজনীতির উজ্জ্বল মুখদের প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিতে দলগঠন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সেই কাজেই মন দিয়েছিলেন তিনি। আর এখনো সেটাই করে চলেছেন বলে জানান মোদী (Narendra Modi)।
রাজনীতিতে সাফল্যের চাবিকাঠি: প্রধানমন্ত্রীর কথায়, রাজনীতিবিদ হওয়া এক জিনিস আর রাজনীতিতে সফল হওয়া আরেক। এর জন্য একাগ্রতা, মানুষের পাশে দাঁড়ানোর মতো মানসিকতা থাকা চাই। মোদী বলেন, ‘আপনি যদি নিজেকে বাকিদের থেকে বড় মনে করেন, ভাবেন যে বাকিরা আপনাকে অনুসরণ করবে, তাহলে হয়তো ভোটে আপনি জিততে পারবেন। কিন্তু রাজনীতিতে সাফল্যের নিশ্চয়তা নেই’।
আরো পড়ুন : চোখ ধাঁধানো রাজকীয় ভেনু, কোথায় হচ্ছে শ্বেতা-রুবেলের বিয়ে? ভাড়া শুনলে চোখ উঠবে কপালে!
কাদের মধ্যে রয়েছে ভবিষ্যতের সম্ভাবনা: এর সঙ্গেই নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, তাঁদের সব নেতারা ভিন্ন ভিন্ন আন্দোলন থেকে উঠে এসেছেন। তাঁদের ভাবনা, অভিজ্ঞতা আলাদা। কিন্তু তাঁদের কথাবার্তা এবং ব্যবহার থেকেই বোঝা যায় যে সমাজের প্রতি কতটা দায়বদ্ধতা রয়েছে তাঁদের। প্রধানমন্ত্রী বলেন, তাঁর মতে ভালো মানুষদের লক্ষ্য নিয়ে আরো বেশি করে রাজনীতিতে আসা উচিত। কিন্তু ভবিষ্যতের সম্ভাবনা কাদের মধ্যে দেখতে পাচ্ছেন তিনি?
আরো পড়ুন : আর্যর সঙ্গে প্রেমের গুঞ্জন, ‘প্রাক্তন’ শৌর্যর জন্মদিনে ‘রাই’ আরাত্রিকা লিখলেন, ‘ভালোবাসি’
এ বিষয়ে অবশ্য কারোর আলাদা করে নাম করতে চাননি নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি বলেন, অনেকের মধ্যেই সম্ভাবনা রয়েছে। দলকে কীভাবে তৈরি করা হচ্ছে তার উপরে সাফল্য নির্ভর করে। সকলে একটি লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে চলেন। আলাদা করে কারোর নাম নিলে অন্যদের প্রতি অবিচার করা হবে। প্রধানমন্ত্রীর কথায়, তাঁর সামনে অনেক সম্ভাবনাময় মুখ রয়েছে। তিনি সকলের কথাই জানেন। কিন্তু অন্যদের প্রতি যাতে অবিচার না হয় সেটা দেখার দায়িত্বও তাঁর।