‘ফার্স্ট’ সুকান্ত মজুমদার, বাংলা থেকে নেই আর কেউ! কোন তালিকায় ‘টপ’ করলেন BJP সাংসদ?

বাংলা হান্ট ডেস্কঃ ২০১৯ লোকসভা নির্বাচনের পর আসন্ন ভোটেও বালুরঘাট কেন্দ্র থেকে সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) দাঁড় করিয়েছে বিজেপি শিবির। বিগত পাঁচ বছর ধরে এই কেন্দ্রের সাংসদ ছিলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি। ফের একবার বালুরঘাটে পদ্ম ফোটানোর দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। এবার সেই সুকান্ত মজুমদারের মুকুটেই জুড়ল নয়া পালক!

সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস তথা ADR-এর তরফ থেকে বিগত ৫ বছরে এদেশের সাংসদদের ‘পারফরম্যান্সে’র একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে নাম রয়েছে গোটা দেশের ১০ জন সাংসদের। সেই সঙ্গেই উল্লিখিত আছে তাঁর দল এবং লোকসভা কেন্দ্রের নাম। সংশ্লিষ্ট তালিকায় বলা হয়েছে, গত ৫ বছরে দেশের ৫০৫ সাংসদ মোট ৯২২৭১টি প্রশ্ন করেছেন।

   

বিগত ৫ বছরে সংসদে সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি মোট ৫৯৬টি প্রশ্ন করেছেন। সুকান্ত ছাড়া ১০ জন সাংসদের এই তালিকায় বাংলার আরও কোনও সাংসদের নাম নেই। তালিকায় দ্বিতীয় স্থানে নাম রয়েছে মধ্যপ্রদেশের সাংসদ সুধীর গুপ্তার। তিনি ৫৮৬টি প্রশ্ন করেছেন। অপরদিকে তৃতীয় স্থান অর্জন করেছেন ঝাড়খণ্ডের জামশেদপুরের সাংসদ বিদ্যুৎ বরণ মাহাতো। তাঁর প্রশ্ন সংখ্যা ৫৮০টি।

আরও পড়ুনঃ ‘রেশনের টাকা কি বিজেপির বাবার’? লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অভিজিতের বক্তব্যের পাল্টা দিলেন কুণাল ঘোষ

গত ৫ বছরে সংসদে সর্বাধিক প্রশ্ন করার যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে প্রথম তিন স্থানে রয়েছে বিজেপি সাংসদদের নাম। সুকান্ত মজুমদার, সুধীর গুপ্তা এবং বিদ্যুৎ বরণ মাহাতো, প্রত্যেকেই গেরুয়া শিবিরের অংশ।

bjp's sukanta majumdar asked highest question in parliament

সংসদে কোন কোন সাংসদ সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন, এই তথ্যের পাশাপাশি কোন কোন বিষয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে সেটাও প্রকাশ করেছে ADR। সেই তথ্য অনুযায়ী, বিগত ৫ বছরে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিষয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে। এরপর রয়েছে কৃষি বিষয়ক প্রশ্ন করা হয়েছে। রেশ, অর্থ, পরিবেশ, শিক্ষা নিয়েও সংসদে প্রশ্ন করেছেন দেশের সাংসদরা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর