বাংলাহান্ট ডেস্ক : গানের লড়াই জমে উঠেছে। প্রতি বারের মতোই সারেগামাপার (Saregamapa) এবারের সিজনও জমজমাট। জি বাংলার এই নন ফিকশন শোতে উঠে এসেছে একাধিক প্রতিভা। অতনু, অনীক, সৃজিতা, ঐশীদের মতো খুদে প্রতিযোগীরা যেমন চমকে দিচ্ছে তাদের গায়কী দিয়ে, তেমনি মুগ্ধ করছে সাঁই, আরাত্রিকা, আরিয়ান, দিবাকররাও। গত সপ্তাহান্তেও ডেঞ্জার জোনে থাকা সত্যজিৎ এবং দেয়াশিনীকে ফের সুযোগ দিয়েছেন বিচারকরা। হয়নি কোনো এলিমিনেশন। এর মাঝেই সারেগামাপার (Saregamapa) গ্র্যান্ড ফিনালের শুটিংও হয়ে গেল সারা।
সারেগামাপার (Saregamapa) গ্র্যান্ড ফিনালে শুটিং
গত শুক্রবারই হয়েছে এই মিউজিক রিয়েলিটি শোয়ের (Saregamapa) গ্র্যান্ড ফিনালের শুটিং। আর একথা ফাঁস করে দিয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তাঁর আসন্ন ছবি ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’ এর প্রচার করতে ওই সেটে পৌঁছেছিলেন তিনি। ফেসবুক লাইভে সেকথা জানিয়েছেন রুক্মিণী।
বিশেষ অতিথি ছিলেন রুক্মিণী: এদিন সারেগামাপার (Saregamapa) সেটে গিয়ে বিচারকদের সঙ্গে খোশগল্পে মাতেন অভিনেত্রী। রুক্মিণীর ‘কানহা’ গানে নাচের ভূয়সী প্রশংসা করেন বিচারক শান্তনু মৈত্র। আপ্লুত নায়িকা জানান, এই গানের জন্য ৪ বছর ধরে কত্থকের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। অন্যদিকে ইমন বলেন, তিনি রুক্মিণীকে যতটুকু চেনেন, তাতে জানেন যে তিনি নিজের কাজের প্রতি খুবই ডেডিকেটেড।
আরো পড়ুন : শেয়ার মার্কেটে রক্ত ক্ষরণ! এক দিনে খোয়া গেল ১৪ লক্ষ কোটি টাকা, মাথায় হাত বিনিয়োগকারীদের
আবিরকে কী বলেন রুক্মিণী: সারেগামাপার (Saregamapa) সঞ্চালক আবির চট্টোপাধ্যায়ের সঙ্গেও খুনসুটিতে মাতেন রুক্মিণী। অভিনেতার কাছে তিনি আবদার করেন, তাঁর ‘কানহা’ গানে নেচে একটি রিল বানাতে হবে। শুনেই প্রমাদ গোনেন আবির। বলে ওঠেন, ‘সুইজারল্যান্ড’ ছবিতে তিনি একবারই নেচেছিলেন। আর সেটা রিপিট করা উচিত হবে না বলে মশকরা করেন আবির।
আরো পড়ুন : এবার টের পাবে বাংলাদেশ! হিন্দু নির্যাতনের প্রতিবাদে ওপারে পণ্য রফতানি বন্ধের সিদ্ধান্ত এই ভারতীয় সংস্থার
কার মাথায় উঠল সেরার শিরোপা? এই প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। তবে রুক্মিণীর লাইভে দেখা যায়, হারমোনিয়াম নিয়ে গানের রিহার্সাল করছে অতনু। এই খুদে প্রতিযোগী যে ফিনালেতে রয়েছেন তা বোঝা গেলেও পুরস্কার কার কার হাতে উঠেছে তা স্পষ্ট নয়। সম্ভবত জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুর দিকেই সম্প্রচার হতে পারে ফিনালে পর্বের।